নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল আজ। প্রত্যাশামতোই নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহদের। দলে নেই হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী, শার্দুল ঠাকুর। কামব্যাক করেছেন ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল। প্রথম ভারতীয় টি ২০ দলে ডাক পেলেন ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, আবেশ খান।
আইপিএল ও সৈয়দ মুস্তাক আলি টি ২০-র পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা করে নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ। টি ২০ দলে কামব্যাক করেছেন শ্রেয়স আইয়ার। ভুবনেশ্বর কুমারকেও কিউয়িদের বিরুদ্ধে সিরিজের দলে রাখা হয়েছে। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর মনে করা হচ্ছিল নতুন কোচ ও অধিনায়ক যখন দলকে নিয়ে নতুনভাবে চলা শুরু করবেন তাতে বেশ কিছু রদবদল আসবে। হার্দিক পাণ্ডিয়া ও বরুণ চক্রবর্তীর ফিটনেস নিয়ে সংশয় থাকা সত্ত্বেও যে ঝুঁকি নির্বাচকরা নিয়েছিলেন তার ফল ভুগতে হয়েছে টি ২০ বিশ্বকাপে। দলের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। প্রত্যাশিতভাবেই এই দুজন তো বটেই, দলে রাখা হয়নি শার্দুল ঠাকুরকেও। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও দক্ষিণ আফ্রিকা সফরের কথা ভেবে বিশ্রামই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বরুণের জায়গায় কামব্যাক করেছেন যুজবেন্দ্র চাহাল। হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ভেঙ্কটেশকেই। আইপিএলে ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও ভেঙ্কটেশ আইয়ারকে না নিয়ে হার্দিক পাণ্ডিয়াকে খেলানোর গোঁয়ার্তুমি ব্যুমেরাং হয়। সেইসব ভুল শুধরে নেওয়ার চেষ্টাই লক্ষ্য করা গিয়েছে ভারতের নিউজিল্যান্ড সিরিজের জন্য টি ২০ দল নির্বাচনে।
ভারতীয় টি ২০ দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ। আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর জয়পুর, রাঁচি ও কলকাতায়। বোর্ডসূত্রে খবর, বিরাট কোহলি পুরো নিউজিল্যান্ড সিরিজেই বিশ্রাম নিতে পারেন। এদিন টেস্ট দল ঘোষণা করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কানপুর ও মুম্বইয়ে দুটি টেস্ট খেলে রওনা হবে দক্ষিণ আফ্রিকায়।
তবে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে প্রোটিয়াদের দেশে পাঠানো হচ্ছে ভারতের 'এ' দলকে। সেখানে তিনটি চারদিনের ম্যাচ রয়েছে। ব্লুম্ফনটিনে সব কটি ম্যাচ। প্রথম ম্যাচ ২৩ নভেম্বর থেকে। দ্বিতীয়টি ২৯ নভেম্বর ও তৃতীয় ম্যাচ ৬ ডিসেম্বর থেকে শুরু। ভারতীয় 'এ' দলে সুযোগ পেয়েছেন বাংলা থেকে অভিমন্যু ঈশ্বরন ও ঈশান পোড়েল। ফলে সৈয়দ মুস্তাক আলি টি ২০-র নক আউটে এই দুজনকে বাংলা আর সম্ভবত পাবে না। ভারতীয় 'এ' দলকে নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। ঘোষিত ভারতীয় 'এ' দল- প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), পৃথ্বী শ, অভিমন্যু ঈশ্বরন, দেবদত্ত পাড়িক্কল, সরফরাজ খান, বাবা অপরাজিত, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, সৌরভ কুমার, নভদীপ সাইনি, উমরান মালিক, ঈশান পোড়েল, অর্জন নাগওয়াসওয়ালা।
NEWS - India’s squad for T20Is against New Zealand & India ‘A’ squad for South Africa tour announced.@ImRo45 named the T20I Captain for India.
— BCCI (@BCCI) November 9, 2021
More details here - https://t.co/lt1airxgZS #TeamIndia pic.twitter.com/nqJFWhkuSB