কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। তারপরেই সুখবর শোনালের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মান্ডব্য। িতনি জানিয়েছেন ভারতের করোনা ভ্যাকসিন সার্টিিফকেটকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ৯৬টি দেশ। এতেই স্পষ্ট হয় ভারতে করোনা টিকাকরণ প্রক্রিয়া কতটা সাফল্য বেয়েছে। বিশ্বের সর্বাধিক টিকাকরণ প্রক্রিয়া হয়েছে ভারতে। ১০০ কোটির বেশি মানুষ এক বছরের মধ্যে করোনা টিকা পেয়েছেন। যা আমেরিকাও করে উঠতে পারেনি। ডিসেম্বরের মধ্যে করোনা টিকার দুটি ডোজের টিকাকরণ সম্পূর্ণ করার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। সেকারণে কয়েকদিন আগে একাধিক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এবং কথা বলেছেন সব রাজ্যের করোনা টিকাকরণ প্রক্রিয়া নিয়ে।
আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের তৈরি কোভ্যাক্সিন স্বীকৃতি পেয়েছে। এতে সুবিধা পেয়েছেন দেশের কয়েক হাজার মানুষ। করোনা টিকা নেওয়ার পরও তাঁকা কাজে বা পড়াশোনার জন্য বিদেশে যেতে পারছিলেন না। প্রসঙ্গত উল্লেখ্য ব্রিেটন কোভিশল্ডের টিকাকরণের ভ্যাক্সিনকে মান্যতা দিতেও কোভ্যাক্সিনকে মান্যতা দিতে চাইছিল না। হু-র কােছ এই নিয়ে তদ্বির চালিয়ে যাচ্ছিল ভারত। হুয়ের অনুমোদনের আগেই অস্ট্রেলিয়া ভারতের কোভ্যাক্সিনের অনুমোদন দেয়। তারপরেই হুেয়র অনুমোদন মেলে। ধীরে ধীরে ৯৬টি দেশ ভারতের তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে। অর্থাৎ ভারতের ভ্যাক্সিন সার্টিফিকেট এবার মান্যতা পেয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য একদিকে যখন কোভ্যাক্সিন নেওয়ার পর বিদেশে পড়তে বা কাজে যেতে পারছিলেন না অনেকেই। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভ্যাক্সিনের টিকা নিয়ে আমেরিকা সফর করেন। কীকাভে কোভ্যাক্সিনের টিকা নিয়ে তিনি কীভাবে বিদেশ সফরে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। শুধু আমেরিকা নয় তারপরে ইতালিতেও গিয়েছিলেন তিনি। এমনকী গ্লাসগোর বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাই নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন। তারপরেই কেন্দ্র আরও কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে তোরজোর শুরু করে। শেষ পর্যন্ত তা নিয়ে
৯৬টি দেশের এই উদ্যোগকে স্বাগত জানিেয়ছে মোদী সরকার। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দুটি টিকাকেই অনুমোদন দিয়েছে ৯৬টি দেশ। কোইউন অ্যাপেই রয়েছে তালিকা। কোন কোন দেশ ভারতের তৈরি ভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে। সেই তালিকায় রয়েছে আমেরিকা, ব্রিটেন, স্পেন, বেলজিয়াম, বাংলাদেশ, নাইজেরিয়া, হাঙ্গেরি, সাইবেরিয়া, পোল্যান্ড, তুরস্ক, সুইৎজারল্যান্ড, রাশিয়া, আয়ারল্যান্ড, কুয়েত, ওমান, ইউএই, বাহরিন, কাতার, মলদ্বীপ, মরিসাস, ব্রাজিল, নেপাল, নেপাল, ইরান, ইরাক, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ।