আরও তিন বিধায়ককে নিয়ে জল্পনার পারদ চড়েছে
তৃণমূল কংগ্রেস ছেড়ে যাঁরা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, সেইসব অভিমানীরা পুনরায় ফিরে এসেছেন ঘরে। বিজেপি ছেড়ে তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো নেতাদের। এমনকী ভোট পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। মোট ৫ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এবার কোচবিহারের আরও তিন বিধায়ককে নিয়ে জল্পনার পারদ চড়েছে।
তিন বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে
তৃণমূল জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন দাবি করেন, জেলার তিন বিজেপি বিধায়ক ইতিমধ্যে যোগাযোগ করেছেন তৃণমূলে যোগদান করার জন্য। তবে তিনি তিন বিধায়কের নাম প্রকাশ করতে চাননি। তিনি জানিয়েছেন, পুরসভা নির্বাচনের আগেই তিন বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। রাজ্যস্তরে অনুমতি পেলেই তাঁদের যোগদান করানো হবে।
বিজেপি অস্তিত্ব সংকটে পড়বে কোচবিহার জেলায়
তাঁর কথায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের অনুমোদন চাওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তৃণমূল শীর্ষ নেতৃত্ব সবুজ সংকেত দিলে তারপরই নাম প্রকাস করা হবে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাওয়া বিধায়কদের। তিন বিধায়ককে দলে নিলে জেলায় বিজেপি অস্তিত্ব সংকটে পড়বে বলেও তিনি দাবি করেন।
কারা যোগ দিতে পারেন তৃণমূলে, চর্চা শুরু
কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সদলবদলে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। তারপর থেকেই বিজেপি বিধায়কদের নিয়ে জল্পনা চলছে। বিজেপি বিধায়কদের মধ্যে কয়েকজন উপনির্বাচনের আগেই তৃণমূল যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন চর্চা শুরু হয়েছে কারা যোগ দিতে পারেন তৃণমূলে।
বিজেপির একাংশ তৃণমূলের দিকে, নিশীথই কারণ?
তৃণমূল জেলা সভপাতির বক্তব্য নিয়ে হইচই পড়ে গিয়েছে। তারপর বিজেপিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ও জেলা বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরম আকার নিয়েছে। নিশীথ প্রামাণিক একনায়কতন্ত্র চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। তাঁর জন্যই বিজেপির একাংশ তৃণমূলের দিকে ভিড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে।
কোচবিহারের সমীকরণ, বিধায়ক সংখ্যার নিরিখে
উল্লেখ্য, কোচবিহার জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টি আসন বিজেপির দখলে। বাকি তিনটি আসন তৃণমূলের। তার মধ্যে তিনজন বিধায়ক যদি তৃণমূলে যোগ দেন জেলায় বিজেপির শক্তি কমে দাঁড়াবে তিনে। আর তৃণমূলের বিধায়ক সংখ্যা ৬ হয়ে যাবে। বিজেপির জেলা সভানেত্রী জানিয়েছেন এসব মিথ্যা প্রচার চলছে। বিজেপি ছেড়ে কেউ তৃণমূল শিবিরে যাচ্ছে না।