বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির
এদিন বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে শোকপ্রস্তাব ছিল, সেই কারণে সভায় কোনও বিক্ষোভ দেখাননি বিজেপির বিধায়করা। তবে বিধানসভার বাইরে বিদেপি বিধায়করা একসঙ্গে বিভিন্ন দাবিতে স্লোগান তোলেন। এই বিক্ষোভের নেতৃত্ব দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকার দীপাবলির আগে পেট্রোল ও ডিজেলে শুল্ক কমিয়েছে, তাকে অনুসরণ করছে ২২ টি রাজ্য। কিন্তু যে তৃণমূল পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে ভোট প্রচার করেছে, তাদের এখন বাকি ২২ টি রাজ্যের মতো কোনও উদ্যোগ নেই, কোনও বিবৃতি নেই।
পশ্চিমবঙ্গ অনুসরণ করুক যোগী রাজ্যকে
বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে যোদী আদিত্যনাথের উত্তর প্রদেশ সরকারকে অনুসরণ করুক। তারা যা করেছে, যতটা পরিমাণ দাম কমিয়েছে, এই রাজ্যেও তা কমানো হোক। তারা যে জনদরদী সরকার বলে দাবি করে থাকেন, তা কাজেও করে দেখান বলেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত যোগী আদিত্যনাথের সরকারে পেট্রোল ও ডিজেল উভয়তেই লিটার পিছু ১২ টাকা করে ভ্যাট কমিয়েছে।
বিধানসভার রুলস অনুযায়ী ব্যবস্থা
পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবিতে বিধানসভার ভিতরে কি প্রতিবাদ জানানো হবে, এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ১৬-১৭-১৮ নভেম্বর বিধানসভার অধিবেশন আছে। সেই সময় বিধানসভার রুলস অনুযায়ী তাঁরা পদক্ষেপ নেবেন।
সরকার কথা বলে না, এসডিও-বিডিওদের দিয়ে ভোটের মেশিন বদল করে
বিজেপি কি সরকারের সঙ্গে পরিবহণের ভাড়া কিংবা জ্বালানির মূল্য নিয়ে কথা বলবে? এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, এই সরকার তো কারও সঙ্গে কথা বলে না। উপনির্বাচনে ৮৭ শতাংশ ভোট পায় এবং গিনেস বুকে নাম তোলে। এসডিও-বিডিওদের দিয়ে ইভিএম পরিবর্তন করে। তিনি প্রশ্ন করেন, একটি রাজনৈতিক দল যে বিধানসভা ভোটে ৪০ শতাংশ ভোট পেয়েছিল, সেই ভোট বেড়ে ৮৭ শতাংশ হয়ে গেল কোন ম্যাজিকে? তিনি বলেন, সরকার কথা বলতে চাইলে, বিজেপি রাজি। বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো প্রসঙ্গে তিনি বলেন, বিধানসভায় বিএ কমিটিতে অচলাবস্থা তৈরি করা হয়েছে। বিরোধী দল থেকেই তো পিএসির চেয়ারম্যান করা হয়। সুব্রত মুখোপাধ্যায়ও তো বাম আমলে পিএসির চেয়ারম্যান ছিলেন।