বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

দুর্যোগ যেন কাটছে না। বিদায়বেলাতেও বর্ষার বৃষ্টি যেন থামছে না। গতকাল থেকে তীব্র বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ুর একাধিক এলাকা। ভাসছে চেন্নাই। এই পরিস্থিতিতে আবার আগামী ৫ দিন তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এদিকে আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক এলাকা। গতকাল থেকে শুরু হয়েছে বর্ষণ। রাস্তাঘাটের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। চেন্নাই শহর সমুদ্র উপকূলবর্তী হওয়ায় জল দাঁড়িয়েছে শহরের একাধিক এলাকায়। নোকা চলছে একাধিক রাস্তায়। বাডি-ঘর ডুবে গিয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চেন্নাই সহ একাধিক জায়গায় আগামী ৩ দিন স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহরের একাধিক জায়গা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী স্টালিন।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ যার জেরে বৃষ্টি চলছে তামিলনাড়ুতে। নিম্নচাপ অক্ষরেখী আরও ঘনীভূত হতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় তাই বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনই রেহাই মিলবে না। বুধবার পর্যন্ত লাগাতার বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তামিলনাড়ুর ভিল্লাপুরম, চেন্নাই, পণ্ডিচেরী, চেঙ্গালপট্টু, কাঞ্চিপূরম এবং তিরুভাল্লুর জেলায় প্রবল বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা

একদিনের বৃষ্টিতেই বিপর্যস্ত চেন্নাই সহ একাধিক এলাকা। বুধবার পর্যন্ত বৃষ্টি চললে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই নীচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক জায়গায় কাজ করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখে বিভিন্ন দিকে নজর রাখছে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা। মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির দিকে নজর রেখেছেন। প্রতিমুহুর্তে আধিকারীকদের কাছ থেকে খবর নিচ্ছেন।

কেরলেও প্রবল বর্ষণ

কয়েকদিন আগেই কেরল এবং পশ্চিমবঙ্গেও প্রবল বর্ষণ হয়েছে। বর্ষা বিদায় বেলাতেও একাধিক রাজ্যে ভাসিয়েছে। কেরলে তো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গেও একাধিক জায়গায় ধস নেমেছিল। পরিস্থিতি অত্যন্ত সংকট জনক জায়গায় চলে গিয়েছিল বৃষ্টির জেরে। গতবারের চেয়ে এবারে বৃষ্টি বেশি হয়েছে। এবার শীতও বেশি পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এখন থেকেই শীতের আমেজ পড়তে শুরু করে দিয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More WEATHER News  

Read more about:
English summary
Rainfal prediction in Tamilnadu
Story first published: Monday, November 8, 2021, 17:16 [IST]