আরও নামল তাপমাত্রা
উত্তুরে হাওয়ায় দাপটে নভেম্বরের শুরুতে আরও নামল পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।
মালদহে বিস্ফোরণ
মালদার চাঁচলে বাড়িতে বিস্ফোরণ। উড়ল রান্নাঘরের টিনের চাল। বরাতজোরে প্রাণে বাঁচলেন মা ও সন্তান। বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ নাকি, বাইরে থেকে কেউ বোমা ছুড়েছে, খতিয়ে দেখছে পুলিশ।
ভেটাগুড়িতে বোমা ফেটে বিস্ফোরণ
দিনহাটার ভেটাগুড়ির ব্রাহ্মণের চৌকি এলাকায় বোমা বিস্ফোরণ। জমিতে মাটি কাটার সময় বিস্ফোরণে গুরুতর আহত একজন। কে বা কারা ওখানে বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে পুলিশ।
মৎস্যজীবী খুন
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় মৎসজীবীকে গুলি করে খুন করল পাকিস্তানের নৌসেনা। এই ঘটনার খবর মিলতেই চূড়ান্ত সমালোচনা করা হয়েছে ভারতের তরফে। দায়ের করা হয়েছে এফআইআরও।
শনিবার বিকেলে গুজরাটের ওখা বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় সতর্ক না করেই গুলি চালায় পাক নৌসেনা। গুলির আঘাতে মৃত্যু হয় এক মৎসজীবীর, আহত হয়েছেন আরও এক মৎসজীবী। বর্তমানে গুজরাটের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
৪ সিআরপিএফ জওয়ানের মৃত্যু
উত্তর প্রদেশের সুকমায় ৪ সিআরপিএফ জওয়ানের মৃত্যু। তাঁদের সহকর্মী এক জওয়ান গুলি চালায় বলে বলে অভিযোগ।