মহাকাশে হেঁটে বেড়ালেন চিনের প্রথম মহিলা নভশ্চর

মহাকাশে চিনের বড় সাফল্য। চিনের প্রথম মহিলা মকাশচারী হাঁটলেন মহাকাশে। চিনের শেনজু-১৩ মিশনে প্রথম মহাকাশে হাঁটলেন কোনও মহিলা মহাকাশ্চারী। তিয়াংগং স্পেশস্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করেছিলেন তিনি। ৪১ বছরের ইয়াং ইয়াপিং। ৭ নভেম্বর মহাকাশে হেঁটে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

বেজিংয়ের সময় রাত ৮টা ২৮ মিনিট নাগাদ মহাকাশে পা রাখেন ইয়াং ইয়াপিং। প্রায় মধ্যরাতে স্পেস স্টেশনে পৌঁছেছিল তাঁদের মহাকাশ যান। তবে মহাকাশ সফরে প্রথম নন তিনি। এর আগেও এক মহাকাশ্চারী মহাকাশে দিয়েছিলেন। ইয়াং চিনের দ্বিতীয় মহাকাশ্চারী িযনি মহাকাশে গেলেন। ১৯৯৭ সালে চিনা বাহিনীতে যোগদান করেছিলেন ইয়াং। ডেপুটি স্কোয়াড্রন পদে ছিলেন তিনি। ২০১০ সালের মে মাসে মহাকাশ গবেষণা টিমে যোগ দেন তিনি। চিনা বাহিনীর মহাকাশ গবেষণা বিভাগে কাজ করতে শুরু করেছিলেন।

চিনা দৈনিকের খবর অনুযায়ী তিনি উড়ে গিয়েছিলেন মহাকাশ স্পেস স্টেশনের পথে। এর আগেও মহাকাশ যাত্রার কর্মসূচিতে ছিলেন তিনি। ২০১৩ সালের জুন মাসে মহাকাশ যাত্রার টিমের সঙ্গেও যুক্ত ছিলেন ইয়াং। তিনি শেনঝউ-০৯ মিশনের ব্যাকআপ টিম হিসেবে কাজ করেছিলেন তিনি। তারপরে ২০১০ সালে শেনঝাউ -১০ মিশেরেন অংশ হন তিনি। সেটা চলেছে প্রায় ১৫ দিন ধরে। মহিলা নভশ্চরের এই বিরল কীর্তিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে বেজিং। যদিও চিন এরই মধ্যে চাঁদ অভিযানের চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতে ব্যর্থ হয়েছে তারা। কোনও ভাবেই সেটাতে এখনও সফল হতে পারেনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেজিং।

যদিও ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ হয়েছে। চাঁদের পিঠের কাছে পৌঁছেও শেষ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল চন্দ্রযান-২য়ের। ফের নতুন করে গবেষণা শুরু করেছে ভারত। শুধু ভারত নয় চাঁদ অভিযানের টার্গেট নিয়েছে নাসাও। আমেরিকাও তোরজোর শুরু করেছে চাঁদ অভিযানের।

More CHINA News  

Read more about:
English summary
Chinese astronaut story
Story first published: Monday, November 8, 2021, 12:25 [IST]