শুরু হচ্ছে বইমেলা!
করোনা আতঙ্কে দীর্ঘদিন বন্ধ ছিল বইমেলা। ফলে একটা অভ্যাস থেকে বাদ পড়ছিলেন বইপ্রেমীরা। শুধু তাই নয়, বই বিক্রিতেও একটা প্রভাব পড়ছিল। আর সেদিকে তাকিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি থেকে বইমেলা শুরু হবে। তবে কোথায়, কতদিন পর্যন্ত এই মেলা চলবে তা স্পষ্ট করা হয়নি। তবে জানা যাচ্ছে, এই বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে এবার বইমেলাতে থিম হচ্ছে বাংলাদেশ। চলতি বছর দু'দুবার বাতিল হয় মেলা। এবার থিম ছিল বাংলাদেশ। যেহেতু এবার মেলা হয়নি। সেহেতু ২০২২ সালে এই মেলাতে এই থিম রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণাতে খুশি পাঠক থেকে প্রকাশকরা।
হবে সিনেমা উৎসব
কলকাতার মানুষের জন্যে জানুয়ারিতে একের পর এক উৎসবের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ করে একটা বিশাল অংশের সিনেমা প্রেমী মানুষ চলচিত্র উৎসবের জন্যে অপেক্ষা করতেন। তাও বন্ধ ছিল। কিন্তু আতঙ্ককে কাটিয়ে উঠছেন সাধারণ মানুষ। আর সেদিকেই সিনেমা প্রেমী মানুষের জন্যে বড় ঘোষণা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তারিখ জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর ম্নতব্যে, একেবারে কোভিড বিধি মেনেই ৭ জানুয়ারি থেকে সিনেমা উৎসব শুরু হবে।
এপ্রিলে বসছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন
এর আগে যতবারই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে, তা সাধারণভাবে হয়েছে জানুয়ারি মাসে। এবার তার আয়োজন করা হচ্ছে এপ্রিলে। ২০ ও ২১ এপ্রিল কলকাতায় এর আয়োজন করা হবে। এদিন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বসছে সঙ্গীত মেলা
প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সংগীত উৎসব। বাংলার সঙ্গীতপ্রেমী মানুষদের জন্যে নিঃসন্দেহে এই খবর বড়। আজ সোমবার এই সংক্রান্ত খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শীতকালে রেড রোডে অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। যেখানে অংশ নিতে পারবেন দেশ-বিদেশের সংগীত শিল্পীরাও। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলার সঙ্গীতপ্রেমীরা।