আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল ২০২১-২২। তার আগে আজ ৩৩ ফুটবলারকে রেখে দল ঘোষণা করে দিল এসসি ইস্টবেঙ্গল। গত বছর প্রথমবার আইএসএল খেলতে নেমে ১১টি দলের মধ্যে নবম স্থানে শেষ করেছিল লাল হলুদ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে চুক্তি জটিলতা কাটার পর শেষ লগ্নে দল গঠনে নামে ক্লাবের লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট।
(ছবি- এসসি ইস্টবেঙ্গল টুইটার)
— SC East Bengal (@sc_eastbengal) November 8, 2021
দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দেখে আত্মবিশ্বাসী এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ। তিনি বলেন, দলে এমন ভারতীয় ফুটবলার রয়েছেন যাঁদের প্রথম থেকে আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিদেশিরাও সেরা পর্যায়ে খেলেছেন। দলের গভীরতা এক কথায় যথেষ্টই ভালো। এটিকে মোহনবাগান ছেড়ে এবার লাল হলুদে এসেছেন সোনার গ্লাভ-জয়ী গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ভারতীয় দলে খেলা রাজু গায়কোয়াড়, আদিল খান রয়েছেন। পারথ গ্লোরির প্রাক্তন ডিফেন্ডার অস্ট্রেলিয়ান সেন্টার-ব্যাক টমিস্লাভ মার্সেলা যেমন রয়েছেন তেমনই রয়েছেন ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ২১ দলের স্টপার ফ্রাঞ্জো প্রেস, তিনি আবার ইতালিয়ান সেরি আ-তে লাজিওর হয়ে খেলেছেন।
— SC East Bengal (@sc_eastbengal) November 8, 2021
মিডফিল্ডে ভরসা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের ফুটবলার অমরজিৎ সিং কিয়াম, অভিজ্ঞ মহম্মদ রফিক, জ্যাকিচাঁদ সিং ও বিকাশ জাইরু। ভারতীয় ফুটবলারদের সঙ্গে মাঝমাঠ সামলানোর দায়িত্ব বর্তাবে আয়াক্স ইউথ আকাদেমির ড্যারেন সিডোয়েল, স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির দারভিসেভিচের উপর। আক্রমণভাগে থাকছেন নাইজেরিয়ান চিমা, যাঁর পুরো নাম ড্যানিয়েল চিমা চুকউ। তিনি নরওয়ের প্রথম ডিভিশন লিগে তিনবারের চ্যাম্পিয়ন মল্ডে এফকে-র হয়ে খেলেছেন। ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচ থেকে শুরু করে ভারতীয় দলের অন্যতম ভরসা বলবন্ত সিংকে নিয়ে সাজানো হয়েছে লাল হলুদের আক্রমণভাগ।
— SC East Bengal (@sc_eastbengal) November 8, 2021
এসসি ইস্টবেঙ্গলের হোম ম্যাচগুলি হবে তিলক ময়দানে। রবিবার ২১ তারিখ লাল হলুদ সন্ধ্যা সাড়ে ৭টায় জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। এরপর ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিটি এসসি ইস্টবেঙ্গল হোম টিম হিসেবে খেলবে। মঙ্গলবার ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় এসসি ইস্টবেঙ্গল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। রবিবার ১২ ডিসেম্বর একই সময়ে ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। শুক্রবার ৭ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গত মরশুমের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। মঙ্গলবার ৩০ নভেম্বর এসসি ইস্টবেঙ্গল প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে তিলক ময়দানে ওডিশা এফসির বিরুদ্ধে, খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। এই একই মাঠে একই সময়ে লাল হলুদের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে শুক্রবার ৩ ডিসেম্বর প্রতিপক্ষ চেন্নাইন এফসি। শুক্রবার ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় এসসি ইস্টবেঙ্গল ফতোরদার নেহরু স্টেডিয়ামে খেলবে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে। বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় লাল হলুদের চতুর্থ অ্যাওয়ে ম্যাচ ব্যাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। মঙ্গলবার ৪ জানুয়ারি এই স্টেডিয়ামেই একই সময়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পঞ্চম অ্যাওয়ে ম্যাচটি খেলবে এসসি ইস্টবেঙ্গল।
On the 𝗺𝗲𝗻𝘂 during the 𝓯𝓮𝓼𝓽𝓲𝓿𝓮 season.
— SC East Bengal (@sc_eastbengal) November 5, 2021
FOCUS.🎯#SCEBPreSeason #JoySCEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/phrAGXlGJL
একনজরে এসসি ইস্টবেঙ্গলের দল:
গোলকিপার- অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেন
ডিফেন্ডার- ড্যানিয়েল গোমস, জয়নার লৌরেন্সো, রাজু গায়কোয়াড়, আদিল খান, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রেস, সারিনিও ফার্নান্ডেজ, আকাশদীপ সিং
মিডফিল্ডার- জ্যাকিচাঁদ সিং, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অমরজিৎ সিং কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হামতে, বিকাশ জাইরু, আমির দারভিসেভিচ, ড্যারেন সিডোয়েল, রোমিও ফার্নান্ডেজ, সংপু সিংসিট, লোকেন মেতেই
ফরওয়ার্ড- বলবন্ত সিং, থংখোসিয়েম হাওকিপ, নাওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা চুকউ, আন্তোনিও পেরোসেভিচ, শুভ ঘোষ
𝘽𝙖𝙨𝙠𝙞𝙣𝙜 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙜𝙡𝙤𝙬 𝙤𝙛 𝙤𝙪𝙧 𝙗𝙧𝙖𝙣𝙙 𝙣𝙚𝙬 2021/22 𝙨𝙚𝙖𝙨𝙤𝙣 𝙠𝙞𝙩!
— SC East Bengal (@sc_eastbengal) November 6, 2021
Get your shirt 𝓝𝓞𝓦: https://t.co/6xI1yhU5mb#JoySCEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/uILSbyhpe9