বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী
তেলঙ্গানাতে চরমে উঠেছে বিজেপির সঙ্গে দ্বন্দ্ব। সেখানে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বন্দি সঞ্জয়ের বিরুদ্ধে। গতকাল একটি সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্যসভাপতিকে নিশানা করেছেন তিনি। প্রকাশ্যে নিশানা করে তিনি বলেছেন, জিভ কেটে নেব। একের পর এক মিথ্যে কথা বলে রাজ্যের কৃষকদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি রাজ্য সভাপতি। এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর।
প্রভাবিত করার চেষ্টা
তেলঙ্গানার বিজেপির রাজ্যসভাপতি বারবার কৃষকদের ধান চাষ করার কথা বলছেন। এবং সেই ধান সরকার কিনে নেেব বলে দাবি করছেন। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এসে সেই ধান সরকার কিনে নেবে। একেবারেই মিথ্যে বোঝানো হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। উল্টে তাঁর দাবি কেন্দ্র ধান কিনতে চাইছে না বলেই চাষীদের অন্য চাষ করার কথা বলছে। উল্টে ধান কিনতে চাইছে না কেন্দ্র সরকার। এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
ধান কিনছে না কেন্দ্র
মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও সরাসরি নিশানা করেছেন বিজেপি। তিনি বলেছেন তাঁরা কোনও ভাবে সেটা করেননি। তিনি বলেছেন, রাজ্যে অনেক চাষী ধান চাষ করেন। রাজ্যে ৫ লক্ষ টন ধান চাষ হয়। তারপরেও ভুল বোঝানো হচ্ছে ধান চাষ করা নিয়ে। কেন্দ্রের নাম করে চাষীদের ভুল বুঝিয়ে তাঁদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে নাকি জেলে পাঠানোর কথা বলেছেন বিজেপি নেতা। তারপরেই চন্দ্রশেখর রাও রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেনক্ষমতা থাকলে ছুঁয়ে দেখুন তিনি।
কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র
চন্দ্রশেখর রাও অভিযোগ করেছেন কৃষকদের বিরুদ্ধে দিয়ে কাজ করছে মোদী সরকার। অরুণাচল প্রদেশে চিন আক্রমণ করছেন। তারপরেও একের পর এক মিথ্যে কথা বলেছে কেন্দ্র। কোনও রকম প্রতিরোধ করতে পারেনি। বিজেপি েনতারা কৃষকদের মারতে চাইছে। কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এই নিেয় মোদী সরকারকে নিশানা করেছেন তিনি।