বর্ষণে বিপর্যস্ত চেন্নাই
প্রবল বর্ষণে বিপর্যস্ত চেন্নাই। গতকাল থেকে তামিলনাড়ুর একাধিক জায়গায় বর্ষণ চলছে। প্রবল বর্ষণে বিপর্যস্ত গোটা শহর। রাস্তাঘাটে জল জমে গিয়েছে। প্লাবিত হয়ে গিয়েছে সমুদ্র তীরবর্তী একাধিক এলাকা। তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গালাপাট্টু একাধিক জায়গায় শনিবার রাত থেকে চলছে বর্ষণ। পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটু জল তো কোথাও কোমর সমান জল জমে গিয়েছে। রাস্তায় নৌকা চলছে চেন্নাই শহরের। আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি জানিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণ চলছে। আগামী ২৪ ঘণ্টায় চেন্নাই সহ রাজ্যের একাধিক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাইয়ের একাধিক জায়গায় রাস্তায় নৌকা চলছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন। এগমোর, পাডি ব্রিজ, জওহর নগর সহ ১৪টি জায়গার অবস্থা সবচেয়ে সংকটজনক।
বন্ধ স্কুল-কলেজ
প্রবল বর্ষণের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। আজ এবং আগামীকাল চেন্নাই সহ প্লাবিত একাধিক এলাকার স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এমনকী সরকারি এবং বেসরকারি অফিসও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল বর্ষণে রাজ্যের ১১ থেকে ১২টি জেলা প্লাবিত হয়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।
উদ্ধারে বিপর্যয় মোকাবিলা দফতর
পরিস্থিতি সামাল দিতে একাধিক জায়গায় উদ্ধারকাজে নেমেেছ রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। নীচু এবং জলমগ্ন এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। একাধিক জায়গায় দুর্গতদের ত্রাণ বিলি করা হচ্ছে। প্রবল বর্ষণে কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেকারণে সেখানে নীচু এলাকা গুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ বাসিন্দাদের। দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শুধু তামিলনাড়ুতে নয় কেরল এবং অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।