করোনা আক্রান্ত ৬০০-য় নামলেও সংক্রমণের হার ফের ২.৫-এর ঊর্ধ্বে, উদ্বেগ মৃত্যুহারেও

করোনা আক্রান্ত ৬০০-য় নামলেও সংক্রমণের হার ফের ২.৫-এর ঊর্ধ্বে উঠে গেল। সোমবারের করোনা পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত কমলেও সংক্রমণের হার বেড়েছে। কারণ করোনা পরীক্ষা হয়েছে অনেক কম। ২৫ হাজারের নিচে করোনা পরীক্ষা হওয়ায় মাত্র ৬০০ সংক্রমণ। এদিকে মৃত্যু হারেও রাশ টানা যাচ্ছে না। উদ্বেগ কিছুতেই কমছে না বাংলায়। করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও স্বস্তি মিলছে না বাংলায়। সংক্রমণের হার আর মৃত্যুহার নিয়ে বাংলায় করোনা উদ্বেগ বহাল দেওয়ালির পরও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৯ হাজার ৯১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২৪০। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৫১ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৬০৩-তে নেমে গিয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯৯ হাজার ৯১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৮৯৯ জন। এদিন ৬৮ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬০৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৫৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭১ হাজার ৯৫২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৪ লক্ষ ৯৩ হাজার ৫১৮। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৬৫৯৫। এদিন টেস্টিং হয়েছে ২৪০১৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.৫১ শতাংশ।

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৯০৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৫ হাজার ৯১৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৬ হাজার ৯৮৫ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ৮ লক্ষ ৫২ হাজার ৯৫২ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৮২ লক্ষ ৮৮ হাজার ৮১৯ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ২৫ লক্ষ ৬৪ হাজার ১৩৩ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৪২০৬। এদিন ১৪৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩০৩৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ জন বেড়ে হয়েছে ১০১৪৬৪। হাওড়ায় আক্রান্ত ৯৯২৬৬। এদিন আক্রান্ত হয়েছেন ৫০ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮৬৭৩৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী ১৫০-এর নিচে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ। বাকি ২১ জেলায় ৫০ বা ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন মালদহ, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। ১১ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২০ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus daily cases decreased and positivity rate again over 2.5 in West Bengal. Corona’s active case decreased,