পেট্রোল-ডিজেলের দামে কমতির পর কলকাতায় আজ দর কত! একনজের মেট্রো শহরগুলির মূল্য একনজরে

সাধারণের পকেটে কার্যত ব্যাপক বোঝা আসতে থাকে পেট্রোল ও ডিজেলের দামে বৃদ্ধির জেরে। এমন এক পরিস্থিতিতে দিওয়ালির মরশুমে কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের দামে কমতির কথা জানানো হয়। ভ্যাট-এ কাটছাঁট করে জ্বালানি তেলের দামে কমতি আনে কেন্দ্র। একই পথে হেঁটে জ্বালানিতে শুল্ক কমতির রাস্তায় যায়, বিজেপি শাসিত ১০ টি রাজ্য। এমন এক পরিস্থিতিতে দেশে বহু শহ ইতিমধ্যেই পেট্রোলের দামে ১০০ টাকার অঙ্ক ১ লিটারে পার করে গিয়েছে। কলকাতা সহ দেশের বহু শহরেই এই পরিস্থিতি। সেই জায়গা থেকে দিওয়ালি , ভাইফোঁটা কাটতেই উৎসবের সপ্তাহান্তে এদিন কলকাতা শহরে জ্বালানি তেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যাক।

কলকাতা

রবিবার শহর কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা হয়েছে। এদিকে, এর আগে ডিজেলের দাম শহর কলকাতায় সেঞ্চুরির অঙ্কের দিকে ছিল। সেই জায়গা থেকে অনেকটাই নেমেছে কলকাতার পেট্রোল ও ডিজেলের দাম। একদিকে, পেট্রোল ও ডিজেলের দাম যখন বাড়ছে, তখনই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে খানিকটা নেমেছে জ্বালানি তেলের দাম।

দিল্লি

রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম এদিন লিটারে ১০৩ . ৯৭ টাকা হয়েছে। ডিজেলের দাম এদিন রাজধানী দিল্লিতে হয়েছে ৮৬.৬৭ টাকা লিটারে হয়েছে। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০১ .৪০ টাকা হয়েছে। ডিজেলের দাম হয়েছে ৯১.৪৩ টাকা। এদিকে উত্তর ভারতে যখন জ্বালানি তেলের এমন দাম, তখন তিরুঅনন্তপূরমে পেট্রোলের দাম ১ লিটারে ১০৬.৩৬ টাকা হয়েছে, ডিজেলের দাম ৯৩.৪৭ টাকা হয়েছে।

মুম্বই থেকে ভোপালে দাম কত?

মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৯.৯৮ টাকা হয়েছে। এদিন মায়ানগরীতে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করলেও ডিজেলের দাম সেঞ্চুরির কাছে এসে গিয়েছে। তবে তা পার করতে পারেনি। ডিজেলের দাম লিটারে ৯৪.১৪ টাকা হয়েছে। ভোপালে পেট্রোলের দাম লিটারে ১০৭.২৩ টাকা হয়েছে। ডিজেলের দাম লিটারে ভাপোলে ৯০.৮৭ টাকা হয়েছে।

বেঙ্গালুরু সহ বাকি শহরে দাম

দক্ষিণের বাগিচা শহর বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০০.৫৮ টাকা হয়েছে। ডিজেলের দাম ১ লিটারে ৮৫. ০১ টাকা হয়েছে। চণ্ডিগড়ে পেট্রোলের দাম ১০০.১২ টাকা হয়েছে। ডিজেলের দাম ১ লিটারে ৮৬.৪৬ টাকা হয়েছে। গুয়াহাটিতে পেট্রোলের দাম লিটারে ৯৪.৫৮ টাকা হয়েছে। ডিজেলের দাম ৮৬.৮০ টাকা হয়েছে লিটারে। গন্ধীনগরে লিটারে পেট্রোলের দাম ৯৫.৩৫ টাকা হয়েছে। ডিজেলের দাম লিটারে হয়েছে ৮৯.৩৩ টাকা।

আবহাওয়ার খবর: জাঁকিয়ে শীতের কাউন্টডাউন শুরু! পূর্বাভাস একনজরেআবহাওয়ার খবর: জাঁকিয়ে শীতের কাউন্টডাউন শুরু! পূর্বাভাস একনজরে

More PETROL News  

Read more about:
English summary
Petrol, diesel Price in Kolkata, Mumbai , Delhi, Chennai on 7 th November in bengali.