কলকাতা
রবিবার শহর কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা হয়েছে। এদিকে, এর আগে ডিজেলের দাম শহর কলকাতায় সেঞ্চুরির অঙ্কের দিকে ছিল। সেই জায়গা থেকে অনেকটাই নেমেছে কলকাতার পেট্রোল ও ডিজেলের দাম। একদিকে, পেট্রোল ও ডিজেলের দাম যখন বাড়ছে, তখনই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে খানিকটা নেমেছে জ্বালানি তেলের দাম।
দিল্লি
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম এদিন লিটারে ১০৩ . ৯৭ টাকা হয়েছে। ডিজেলের দাম এদিন রাজধানী দিল্লিতে হয়েছে ৮৬.৬৭ টাকা লিটারে হয়েছে। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০১ .৪০ টাকা হয়েছে। ডিজেলের দাম হয়েছে ৯১.৪৩ টাকা। এদিকে উত্তর ভারতে যখন জ্বালানি তেলের এমন দাম, তখন তিরুঅনন্তপূরমে পেট্রোলের দাম ১ লিটারে ১০৬.৩৬ টাকা হয়েছে, ডিজেলের দাম ৯৩.৪৭ টাকা হয়েছে।
মুম্বই থেকে ভোপালে দাম কত?
মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৯.৯৮ টাকা হয়েছে। এদিন মায়ানগরীতে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করলেও ডিজেলের দাম সেঞ্চুরির কাছে এসে গিয়েছে। তবে তা পার করতে পারেনি। ডিজেলের দাম লিটারে ৯৪.১৪ টাকা হয়েছে। ভোপালে পেট্রোলের দাম লিটারে ১০৭.২৩ টাকা হয়েছে। ডিজেলের দাম লিটারে ভাপোলে ৯০.৮৭ টাকা হয়েছে।
বেঙ্গালুরু সহ বাকি শহরে দাম
দক্ষিণের বাগিচা শহর বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০০.৫৮ টাকা হয়েছে। ডিজেলের দাম ১ লিটারে ৮৫. ০১ টাকা হয়েছে। চণ্ডিগড়ে পেট্রোলের দাম ১০০.১২ টাকা হয়েছে। ডিজেলের দাম ১ লিটারে ৮৬.৪৬ টাকা হয়েছে। গুয়াহাটিতে পেট্রোলের দাম লিটারে ৯৪.৫৮ টাকা হয়েছে। ডিজেলের দাম ৮৬.৮০ টাকা হয়েছে লিটারে। গন্ধীনগরে লিটারে পেট্রোলের দাম ৯৫.৩৫ টাকা হয়েছে। ডিজেলের দাম লিটারে হয়েছে ৮৯.৩৩ টাকা।
আবহাওয়ার খবর: জাঁকিয়ে শীতের কাউন্টডাউন শুরু! পূর্বাভাস একনজরে