|
অমূল্য অভিজ্ঞতা
গতকাল ম্যাচের পর মাঠে দাঁড়িয়েই ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল স্কটল্যান্ডের ক্রিকেটারদের। এরপরই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একটি ড্রেসিংরুমে দাঁড়িয়ে কথা বলছেন দুই দলের ক্রিকেটাররা। আজ বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় সেই কথোপকথনের ভিডিও পোস্ট করে লিখেছে, স্কটল্যান্ড দল ভারতের ড্রেসিংরুমে আসার ইচ্ছাপ্রকাশ করেছিল। সেই ইচ্ছাপূরণে ভারতীয় ক্রিকেটাররা আন্তরিকভাবেই প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলেন। দেখা গিয়েছে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল থেকে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা।
|
স্কটল্যান্ডের ইচ্ছাপূরণ
মাইকেল লিস্ককে ক্যারম বল-সব বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের পরামর্শ দিতে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি বলেন, কম বয়স থেকেই টেনিস বল খেলায় বলের গ্রিপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে সুবিধা হয়েছে। ম্যাথু ক্রস, রিচি বেরিংটনদের খুঁটিনাটি পরামর্শ দিতে দেখা যায় বিরাট কোহলিকে। প্রথম রাউন্ডে সব ম্যাচ জিতলেও স্কটল্যান্ড সুপার টুয়েলভে চারটির চারটিতেই হেরেছে। কাল মুখোমুখি হবে পাকিস্তানের। ভারতীয় ক্রিকেটারদের পরামর্শ কাজে লাগিয়ে স্কটল্যান্ডের ক্রিকেটাররা মাঝে একদিনের ব্যবধানে পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুতিতে কতটা লাভবান হন সেটা তো দেখা যাবে রবিবার সন্ধ্যাতেই। তবে নিশ্চিতভাবেই ভারতীয় তারকাদের সঙ্গে কথোপকথনে খুশি কাইল কোয়েটজারের দল।
একাধিক রেকর্ড
এরই মধ্যে গতকাল ভারতীয় দল টি ২০ ক্রিকেট তথা টি ২০ বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়ে জয় নিশ্চিত করেছে। প্রথম ৬ ওভারে গতকাল ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৮২। টি ২০ ক্রিকেটে পাওয়ারপ্লেতে এটিই ভারতের সর্বাধিক স্কোর। এর আগে ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৬ ওভারে করেছিল ২ উইকেটে ৭৮ রান। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক পাওয়ারপ্লে রানের নিরিখে ভারতের স্কটল্যান্ড ম্যাচের স্কোর রয়েছে পঞ্চম স্থানে। ৩.৫ ওভারে গতকাল ৫০ রান পূর্ণ করে ভারত, টি ২০ ক্রিকেটে এটিও ভারতের দ্রুততম। ২০০৭ সালে নিউজিল্যান্ড, ২০১৬ সালে অস্ট্রেলিয়া ও ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৪.১ ওভারে ৫০ রান পূর্ণ করতে সক্ষম হয়েছিল।
বিরাট জয়
গতকালের ম্যাচে ভারত ৮১ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছে। ১০ বা তার বেশি ওভার হাতে নিয়ে এর আগে কখনও টি ২০ ম্যাচ জেতেনি ভারত। ২০১৬ সালের এশিয়া কাপে ভারত ৫৯ বল বাকি থাকতে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়েছিল। টি ২০ বিশ্বকাপে বলের নিরিখে সর্বাধিক ব্যবধানে জয়ের নিরিখে ভারতের এই জয় থাকছে তৃতীয় স্থানে। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কা ৯০ বল বাকি থাকতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল। চলতি বিশ্বকাপে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ৭৪ রানের টার্গেটে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিল ৮২ বল বাকি থাকতেই।
রাহুলের নজির
২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিং ১২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। গতকাল লোকেশ রাহুলের লাগে ১৮টি বল। ফলে ভারতীয়দের মধ্যে টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানটি করলেন তিনি। টি ২০ বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরির নিরিখে রাহুলের এই ইনিংসটি থাকছে যুগ্ম তৃতীয় স্থানে। যুবির হাফ সেঞ্চুরিটা দ্রুততম, ২০১৪ সালে নেদারল্যান্ডসের স্টিফেন মাইবুর্গ ১৭ বলে অর্ধশতরান করেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। রাহুল যুগ্মভাবে রইলেন গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে, অজি অলরাউন্ডার ২০১৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। মাইবুর্গের পর রাহুলই একমাত্র ব্যাটার যিনি পাওয়ারপ্লের মধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন টি ২০ বিশ্বকাপে। টি ২০ আন্তর্জাতিকে রাহুলের নজির দ্বিতীয় স্থানে। গত বছর হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ৬ ওভারের মধ্যেই হাফ সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা।
জাড্ডু-বুমরাহর কীর্তি
রবীন্দ্র জাদেজা ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন। এটি টি ২০ আন্তর্জাতিকে তাঁর সেরা বোলিং ফিগার। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম জাদেজা ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিকে ৩ উইকেট নিয়েছিলেন। ২০১২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ম্যাচের পর গতকাল তিনি টি ২০ আন্তর্জাতিকে ম্যাচের সেরার পুরস্কার পেলেন। গতকাল ২ উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহর টি ২০ আন্তর্জাতিকে উইকেটের সংখ্যা হল ৬৪। তিনি টি ২০ আন্তর্জাতিকে এখন ভারতের সর্বাধিক উইকেটশিকারী, পেরিয়ে গেলেন ৬৩টি উইকেট পাওয়া যুজবেন্দ্র চাহালকে।