LIVE

ICC T20 WC Updates: ওঃ ইন্ডিজকে হারিয়ে দঃ আফ্রিকার চ্যালেঞ্জ কঠিন করল অস্ট্রেলিয়া, টস জিতে ইংল্যান্ডের ফিল্ডিং

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ১-এর শেষ দুটি খেলা অনুষ্ঠিত হবে আজ। ডাবল হেডারের প্রথম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ইতিমধ্যেই শেষ চারে জায়গা পাকা করে নেওয়া ইংল্যান্ড। অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা কারা টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে, কারাই বা যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সে সবই পরিষ্কার হয়ে যাবে আজ রাতের মধ্যেই।

Newest First Oldest First
9:11 PM, 6 Nov
১৯ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৭৩
9:06 PM, 6 Nov
১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৬০। ৫৫ বলে ৮২ রানে অপরাজিত ভ্যান ডার ডুসেন। ১৮ বলে ৩৫ রানে ক্রিজে এইডেন মার্করাম।
8:59 PM, 6 Nov
১৭ ওভারে ২ উইকেটে ১৫০ রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকা।
8:53 PM, 6 Nov
১৬তম ওভারে ২১ রান দিলেন ক্রিস ওকস। রাসি ভ্যান ডার ডুসেন দুটি ও এইডেন মার্করাম একটি ছক্কা হাঁকান। ১৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১৩৯। ৪৯ বলে ৭৬ রানে অপরাজিত ডুসেন।
8:46 PM, 6 Nov
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১১৮
8:16 PM, 6 Nov
১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৭৩ রান। কুইন্টন ডি কক ৩২ ও রাসি ভ্যান ডার ডুসেন ৩৪ রানে অপরাজিত। তৃতীয় ওভারে দলের ১৫ রানের মাথায় ২ রান করে মঈন আলির বলে বোল্ড হয়েছেন রিজা হেন্ডরিক্স
7:12 PM, 6 Nov
দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিক্স, এইডেন মার্করাম, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া, তাবরেজ শামসি
7:12 PM, 6 Nov
ইংল্যান্ড- জেসন রয়, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ, মার্ক উড
7:09 PM, 6 Nov
দক্ষিণ আফ্রিকা দল অপরিবর্তিত
7:06 PM, 6 Nov
ইংল্যান্ড দলে টাইমাল মিলসের জায়গায় মার্ক উড
7:06 PM, 6 Nov
অস্ট্রেলিয়াকে নেট রান রেটে টেক্কা দিতে দক্ষিণ আফ্রিকার কাজ বেশ কঠিন। ১৬০ রান তুললে ইংল্যান্ডকে বেঁধে ফেলতে হবে ১০০ রানে।
7:05 PM, 6 Nov
শারজায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল ইংল্যান্ড
7:02 PM, 6 Nov
চলতি টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় অর্ধশতরান করে ম্যাচের সেরা হলেন ডেভিড ওয়ার্নার
7:00 PM, 6 Nov
ক্রিস গেইল এখনও আনুষ্ঠানিকভাবে অবসরেরর ঘোষণা করেননি। তবে ব্র্যাভোর সঙ্গে গেইলকেও গার্ড অব অনার দেওয়া হল। টুপিটিও দর্শকদের দিলেন গেইল।
6:59 PM, 6 Nov
অস্ট্রেলিয়ার ৫ ম্যাচে হল ৮ পয়েন্ট, নেট রান রেট ১.২১৬। ইংল্যান্ডের ৪ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ৩.১৮৩। দক্ষিণ আফ্রিকার ৪ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে। প্রোটিয়ারা হারলেই আজ বিশ্বকাপ থেকে বিদায় নেবে। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ০.৭৪২। ইংল্যান্ডকে হারালেও দক্ষিণ আফ্রিকার শেষ চারে ওঠার সম্ভাবনা কার্যত নেই।
6:57 PM, 6 Nov
৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার
6:54 PM, 6 Nov
ওয়েস্ট ইন্ডিজকে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া
6:53 PM, 6 Nov
ক্রিস গেইল আউট করলেন মিচেল মার্শকে। মার্শকে গিয়ে জড়িয়ে ধরলেন গেইল। আন্তর্জাতিক কেরিয়ারের সম্ভবত শেষ ওভারে উইকেট-লাভের জন্য। এই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করতে চলেছেন গেইল, জল্পনা।
6:48 PM, 6 Nov
আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে উইকেট পেলেন না ডোয়েইন ব্র্যাভো। ৪ ওভারে দিবেন ৩৬ রান। অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ৩০ বলে ৮ রান। ৪৯ বলে ৮০ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার। ৩১ বলে ৫৩ করে ক্রিজে মিচেল মার্শ।
6:31 PM, 6 Nov
১২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১১৪। জিততে দরকার ২০ ওভারে ১৫৮ রান। ৬২ রানে ডেভিড ওয়ার্নার ও ৪০ রানে ক্রিজে মিচেল মার্শ।
6:00 PM, 6 Nov
৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬১
5:25 PM, 6 Nov
টি ২০ বিশ্বকাপের মধ্যেই কোচ তারক সিনহার মৃত্যুসংবাদ পেয়ে ভারাক্রান্ত ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ২০১৮ সালে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত তারক সিনহা ভারতীয় ক্রিকেট দলকে অনেক ক্রিকেটার উপহার দিয়েছেন।
5:17 PM, 6 Nov
টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৫৮ রানের টার্গেট রাখল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে রান ১৫৭ তুলেছে। শেষ ওভারে মিচেল স্টার্কের বলে দুটি ছক্কা হাঁকিয়ে ৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ৩১ বলে সর্বাধিক ৪৪ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড। এভিন লুইস করেন ২৬ বলে ২৯। ক্রিস গেইল ৯ বলে ১৫ রানে আউট হন, তিনিও দেশের হয়ে শেষ ম্যাচ যে খেলছেন সেই ইঙ্গিত মিলেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচে ডোয়েইন ব্র্যাভো ১২ বলে ১০ রান করেন। ২৮ বলে ২৭ রান করেন শিমরন হেটমায়ার। রস্টন চেজ শূন্য রানে আউট হন। ৩৯ রানে চার উইকেট নেন জশ হ্যাজলউড। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স নেন একটি করে উইকেট। ২০ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে ১১তম উইকেট পেলেন অ্যাডাম জাম্পা। এবারের বিশ্বকাপে এখনও তিনিই সর্বোচ্চ উইকেটশিকারী।
5:12 PM, 6 Nov
১৯.২ ওভারে ১৪৩ রানে সপ্তম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। টি ২০ বিশ্বকাপে কেরিয়ারের সেরা স্কোর ৩১ বলে ৪৪ করে মিচেল স্টার্কের শিকার ক্যারিবিয়ান ক্যাপ্টেন কাইরন পোলার্ড।
5:09 PM, 6 Nov
১৯ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ১৪৩।
5:05 PM, 6 Nov
দেশের হয়ে শেষ ম্যাচে ১২ বলে ১০ রান করে আউট হলেন ডোয়েইন ব্র্যাভো। তিনি এই ম্যাচে জশ হ্যাজলউডের চতুর্থ শিকার। ৪ ওভারে ৩৯ রান দিয়ে নিকোলাস পুরাণ (৪), রস্টন চেজ (০), শিমরন হেটমায়ার (২৭) ও ব্র্যাভোর উইকেট পেলেন অজি পেসার। ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৩৬।
4:24 PM, 6 Nov
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ৭৪। এভিন লুইস ২৯ রানে আউট হলেন অ্যাডাম জাম্পার বলে। অজি স্পিনার সুপার টুয়েলভে ১১ উইকেট নিয়ে এই মুহূর্তে সর্বাধিক উইকেটশিকারী। পিছনে ফেললেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে।
4:23 PM, 6 Nov
গেইলের অবসর ঘোষণা অপেক্ষামাত্র বলেই মনে করা হচ্ছে। দর্শকদের মধ্যে গ্লাভস ও ক্রীড়া সরঞ্জাম বিলিয়ে দিলেন গেইল।
3:57 PM, 6 Nov
আজই দেশের হয়ে শেষ ম্যাচ খেলছেন ডোয়েইন ব্র্যাভো। এখনও ঘোষণা না হলেও ক্রিস গেইলও দেশের হয়ে আজই শেষ ম্যাচ খেলছেন বলে ইঙ্গিত মিলতে শুরু করেছে।
3:52 PM, 6 Nov
চতুর্থ ওভারের প্রথম ও তৃতীয় বলে জশ হ্যাজলউড ফেরালেন নিকোলাস পুরাণ (৪) ও রস্টন চেজ (০)-কে। ৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫
READ MORE

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
ICC T20 World Cup 2021: Get India, Pakistan, England, Australia, South Africa, West Indies and All Teams Cricket Updates From UAE on 6th November in Bengali.