• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বর্ণবৈষম্যের অভিযোগে বিদ্ধ ইয়র্কশায়ারে কোনও ম্যাচ নয়! ইসিবি-র সিদ্ধান্তকে স্বাগত মর্গ্যানের, চেয়ারম্যানের পদত্

Google Oneindia Bengali News

আজিম রফিকের তোলা বর্ণবৈষম্যের অভিযোগে আন্তর্জাতিক-সহ গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের অধিকার হারিয়েছে ইয়র্কশায়ার। ইসিবি-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খোদ ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। আজ গোটা ঘটনার জেরে পদত্যাগে বাধ্য হলেন ইয়র্কশায়ারের চেয়ারম্যান রজার হাটন।

বর্ণবৈষম্যের অভিযোগে বিদ্ধ ইয়র্কশায়ারে কোনও ম্যাচ নয়!

(ছবি- আজিম রফিকের ইনস্টাগ্রাম)

গত বছরের সেপ্টেম্বরে হেডিংলিতে গিয়ে বর্ণবৈষম্যের শিকার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার রফিক। বিদ্রুপে বিদ্ধ হয়ে এমন মানসিক অবস্থায় পড়েন যে আত্মঘাতী হওয়ার ভাবনাও মাথায় এসেছিল। ২০০৮ থেকে ২০১৮ অবধি ক্রিকেট কেরিয়ারের বেশিরভাগটাই ইয়র্কশায়ারে কাটিয়েছিলেন রফিক। পাকিস্তানে জন্ম হলেও ১০ বছর বয়স থেকেই ইংল্যান্ডে থাকছেন এবং যুব পর্যায়ে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইয়র্কশায়ারের অধিনায়কও হন ২০১২ সালে। তবে পাকিস্তানে জন্ম হওয়ায় তাঁকে নানা সময় বর্ণবৈষম্যমূলক প্রবল আক্রমণের মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছিলেন রফিক। গত বছরের নভেম্বরে ইয়র্কশায়ারের তদন্ত কমিটির মুখোমুখি হয়ে বিবৃতি দেন রফিক। চলতি বছরের অগাস্টে ইয়র্কশায়ার জানিয়েছিল তদন্ত কমিটির রিপোর্ট এসেছে, প্রকাশ করা হবে। দুদিন পরে ইসিবির তরফে তদন্তে প্রাপ্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়। বর্ণবৈষম্যের বিষয়টি স্বীকার না করলেও রফিকের সঙ্গে দুর্ব্যবহারের কথা মেনে নিয়ে ক্ষমাপ্রার্থনাও করা হয়েছিল।

তবে সংসদ-সদস্যের চাপে ১০ সেপ্টেম্বর বিবৃতি প্রকাশ করে ইয়র্কশায়ার রফিকের বর্ণবৈষম্যের মুখে পড়ার ঘটনার কথা স্বীকার করতে বাধ্য হলেও তদন্ত কমিটির পূর্ণাঙ্গ কমিটির রিপোর্ট প্রকাশ করতে চায়নি। রফিকের তোলা ৪৩টি অভিযোগের সাতটিকে মেনে নেওয়া হয়। কিন্তু ক্লাবে প্রাতিষ্ঠানিক বৈষম্য রয়েছে বলে রফিক যে অভিযোগ করেছিলেন তার সপক্ষে সাক্ষ্যপ্রমাণ মেলেনি। রফিক তদন্ত প্রক্রিয়ায় অনাস্থা প্রকাশ করে পাল্টা জানতে চান, যে প্রাক্তন ক্রিকেটার ও কোচ অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইয়র্কশায়ারকে আদালত নির্দেশ দেয় রফিক ও তাঁর লিগাল টিমের কাছে তদন্তের বিস্তারিত তথ্য পাঠাতে, কিন্তু ৮ অক্টোবরের সেই ডেডলাইনও মিস করে ইয়র্কশায়ার। শাস্তিদান নিয়ে চলতে থাকে একের পর এক চাপানউতোর। যদিও ইয়র্কশায়ারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ইসিবির বোর্ড মিটিংয়ের পর গতকাল জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত ইয়র্কশায়ার কর্তৃপক্ষ নিজেদের কাঙ্ক্ষিত মানে উন্নীত করতে না পারছেন ততদিন হেডিংলিতে কোনও ম্যাচ দেওয়া হবে না। ইয়র্কশায়ার তথা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, রফিকের রিপোর্টে তাঁর নাম থাকলেও তিনি বৈষম্যমূলক কোনও কথা বলেননি।

এরপর আজ ইয়র্কশায়ারের চেয়ারম্যান হাটন পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ইয়র্কশায়ারে তিনি দেখেছেন কোনও পরিবর্তন বা চ্যালেঞ্জের মুখে পড়লেও তা মেনে না নেওয়ার সংস্কৃতি রয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান মানছেন না টি ২০ বিশ্বকাপে দলের সাফল্যে এই বৈষম্যের বিতর্কে চাপা পড়ে যাবে। বরং ইংল্যান্ড অধিনায়কের দাবি, সিরিয়াস বিষয়কে সব সময় গুরুত্ব দিয়ে দেখতে হয়। ইংল্যান্ড দলে কেউ বর্ণবৈষম্য বা কোনও বৈষম্যকে সমর্থন করেন না। ইসিবিও যে ইয়র্কশায়ারের বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে তা তাদের সিদ্ধান্তের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে।

English summary
Eoin Morgan Welcomes ECB's Decision To Suspend Yorkshire From Hosting International Or Major Matches. Yorkshire Chairman Roger Hutton Resigned In The Fallout Of Azeem Rafiq's Racism Allegations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X