• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সোনার দাম দিওয়ালি মিটতেই উর্ধ্বমুখী! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

Google Oneindia Bengali News

ধনতেরাস থেকে দিওয়ালির মধ্যে কাঙ্খিত হারে সোনার দাম ওঠেনি বাজারে। এদিকে সোনার গহনা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রীতিমতো খুশির ঝলক দেখা যায়। যদিও সপ্তাহ শেষে সোনা নিজের চমক ফিরে পেয়েছে। ১০ গ্রামে সোনার দাম এদিন বেড়েছে। এদিকে রুপোও নিজের মতো উজ্জ্বলতা বাড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে সোনার দাম ও রুপোর দাম যেদিকে গিয়েছিল তাতে রেকর্ড উন্নতি দেখা গিয়েছিল সোনার দামে। সেই জায়গা থেকে কার্যত সোনার দাম ২০২১ সালে ধুঁকছে। একনজরে দেখা যাক, সোনা ও রুপোর দামের গতি এদিন কোন জায়গায় গিয়েছে।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ডিসেম্বরের গোল্ডের হিসাবে দামের দিক থেকে ১০ গ্রামে বেড়েছে ১.২১ শতাংশ। ফলে ১০ গ্রামে সোনার দাম আপাতত ৪৭,৫৭১ টাকা হয়েছে। উল্লেখ্য়, সোনার দামের এই গতি কয়েকদিন আগে পর্যন্তও
ধনতেরাসের মরশুমে দেখা যায়নি।। বহু বিলগ্নিকারীই তাতে বিক্ষুব্ধ হন। এই জায়গা থেকে সোনার দামের গতি আপাতত সপ্তাহ শেষে খানিকটা স্বস্তি দিয়েছে অনেককেই।

রুপোর দাম

রুপোর দাম

কেজি প্রতি রুপোর দাম ৬৪,২২৪ টাকা হয়েছে। ফলে ৫ নভেম্বর রুপোর দাম ২.৮২ শতাংশ হয়েছে রুপোলি ধাতুর দাম। সোনার দাম বেড়ে যাওয়ার নেপথ্যে ফেডারাল রিজার্ভের নীতির জেরে মার্কিন মার্কেটে সুদের হার বেড়ে গিয়েছে। ফলে বিশ্ব জুড়ে বেড়েছে সোনার দাম। স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়েছে এদিন। এক আউন্সে দাম হয়েছে, ১,৭৫৯.৬৪ মার্কিন ডলার হয়েছে। মার্কিন গোল্ড ফিউচার এদিন ০,২ শতাংশ বেড়েছে । ফলে এক আউন্সে দাম হয়েছে ১,৭৯৬.৫০ মার্কিন ডলার। এমন এক পরিস্থিতিতে সোনার দাম হু হু করে বেড়ে যাওয়ায় স্বস্তিতে বিলগ্নিকারীরা। উল্লেখ্য, সোনার দাম ২০২০ সালের অগাস্ট মাসে রেকর্ড ছুঁয়ে ৫৬ হাজারের ঘরে চলে যায়।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

শুক্রবার ৫ নভেম্বর সোনার দান পাকা সোনার নিরিখে ১ গ্রামে ৪৭৮৫ টাকা হয়েছে। ১০ গ্রামে পাকা সোনার দাম ৪৭৮৫০ টাকা হয়েছে। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৪০ টাকা হয়েছে। ১০ গ্রামে ৪৫৪০০ টাকা হয়েছে সোনার দাম। হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬ ১০ টাকা। ১০ গ্রামে ৪৬১০০ টাকা হয়েছে।

অনান্য শহরে সোনার দাম

অনান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,০৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,৪০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৪০০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৫০,৮৯০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৭০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৭৬০ টাকা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Gold Price 5 nd November 2021: Check November 2, 2021 hallmark gold price in Kolkata and other cities of West Bengal in Bengali .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X