• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দীপাবলিতে উলট পুরাণ, গোটা দেশেই পেট্রোল ডিজেলের দামে পতন, কোথায় কত কমল দাম

Google Oneindia Bengali News

দীপাবলির আগেই কমতে শুরু করেছে পেট্রোল ডিজেলের দাম। কেন্দ্রের উদ্যেগো মেট্রো শহরগুলিতে অনেকাই কমল জ্বালানি তেলের দাম। পেট্রল-ডিজলের উপর এক্সাইজ ডিউটিতে ছাড় দিয়েছে মোদী সরকার। তার জেরেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দেশের চার মেট্রো শহরেই দাম কমল জ্বালানি তেলের। পর ২দিন দাম কমায় খুশি আম বাঙালি। এই ধারা এখন কতদিন বহাল থাকবে সেটাই দেখার।

দাম কমছে জ্বালানির

দাম কমছে জ্বালানির

গত কয়েক মাসে গোটা দেশের পেট্রোল-ডিেজলের দাম যেহারে বাড়তে শুরু করেছিল তাতে নাভিশ্বাস দশা হয়েছিল মধ্যবিত্তের। আম জনতা নাকেজলে হতে হয়েছে। ১২০ টাকা লিটারের দিকে ছুটছিল পেট্রোলের দাম। আর ডিজেলও ১০০ টাকা পার করে গিেয়ছিল দেশের সব শহরেই। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ভ্যাট (VAT)বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছিল একাধিক রাজ্য। সেই তালিকায় ছিল ওড়িশা, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মিজোরাম, হরিয়াণা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে পেট্রলের দাম কমানো হয়েছে এইভাবেই।

কেন্দ্রের উদ্যোগ

কেন্দ্রের উদ্যোগ

রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘোষণার আগেউ জ্বালানি তেলের দাম কমানোয় উদ্যোগী হয়েছিল মোদী সরকার। পেট্রোল-ডিেজলের দামের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্চ নিয়েছিল তারা। তার জেরে জ্বালানির দাম অনেকটাই কমেছে দেশে। কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে কিছুটা হলেও কমেছে দাম। দীপাবলির আগের দিন থেকেই দেশে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছিল। তবে আজ দেশের চার মেট্রো শহরে কালকের তুলনায় দামের কোনও পরিবর্তন আসেনি৷ একই রয়েছে দাম।

কোথায় কত দাম পেট্রোল-ডিজেলে

কোথায় কত দাম পেট্রোল-ডিজেলে

কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ১০৪.৬৭ টাকা। আর ডিজেলের দাম হয়েছে ৮৯.৮৭ টাকা। কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যের সর্বত্র পেট্রোলের দাম ২০০ টাকার দিকে দৌড়াচ্ছল। আর ডিজেলের দাম সব জেলাতেই ১০০ টাকা পার করে িগয়েছিল। রাজধানী দিল্লিতেও ভ্যাট কমানোর পেট্রলের দাম ১০৩.৯৭ টাকায় নেমে এসেছে। আর ডিজেলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৮৬.৮৭ টাকা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রলের দাম কমে হয়েছে ১০৯.৯৮ টাকা। এতদিন সর্বাধিক দাম ছিল এখানেই। ডিজেল ৯৪.১৪ টাকায় নেমে এসেছে। চেন্নাই লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে১০১.৫১ টাকা। আর ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯১.৫৩ টাকা।

ভয় ধরাচ্ছে মুদ্রাস্ফীতি

ভয় ধরাচ্ছে মুদ্রাস্ফীতি

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে রান্নার গ্যাসের দামও বাড়তে শুরু করেছে।একই সঙ্গে শাকসবজির দামও বাড়তে শুরু করেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে জিনিসের। এমনকী মাছ মাংসের দামও বাড়তে শুরু করেছে। এই নিয়ে দীপাবলির আগেই মোদী সরকারকে চরম আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি তীব্র আক্রমণ করে বলেছেন এভাবে চলতে থাকলে মানুষকে না খেয়ে মরতে হবে। ইউপিএ জমানায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক বেশি ছিল কিন্তু তার পরেও দেশে এতদাম বাড়েনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Petrol andDiesel Price update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X