Daily News Update: কলকাতাসহ ৩ পুরসভায় ভোটে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ডিসেম্বরেই পুরভোট
ডিসেম্বর মাসেই পুরভোট হতে চলেছে রাজ্যে। কলকাতা সহ ৩ পুরভার ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর ধরে পুরভোট হয়নি রাজ্যে। ইতিমধ্যেই পুরসভা ভোট করানোর কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

আরও নামল তাপমাত্রা
কমছে তাপমাত্রার পারদ। ৭ জেলায় তাপমাত্রার পারদ ২০ ডিগ্রির নিচে নামল। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়েছে। কালীপুজোয় আরও নামবে তাপমাত্রা এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রয়াত প্রাক্তন মন্ত্রী
প্রয়াত রবিরঞ্জন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, এবারের ভোট লড়বেন না। শারীরিক অসুস্থতার কারণেই ওই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানিয়েছিলেন একটি চিঠিতে। ২০১১ সালে তৃণমূল সরকার তৈরি হওয়ার পর থেকেই তিনি মন্ত্রী ছিলেন। তাঁর কেন্দ্র ছিল বর্ধমান দক্ষিণ। শেষ পর্যন্ত বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, একাধিক সমস্যা নিয়ে গত ২০-২৫ দিন আগে হাসপাতালে ভর্তি হন রাজনীতিক। ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে বলেই খবর।

জগদ্ধাত্রী পুজোয় বহাল নাইট কার্ফু
দুর্গাপুজোর সময় শিথিল হয়েছিল করোনা বিধি। কিন্তু, জগদ্ধাত্রী পুজোয় তা হবে না। এমনটাই জানিয়ে দিল প্রশাসন।অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর চারদিনও চন্দনগরে জারি থাকবে রাত্রিকালীন কার্ফু। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের বিষয়বস্তু ছিল আসন্ন উৎসব। এদিনই ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, 'আগামী দিনে একটা বড় প্রকল্পের ভাবনা রয়েছে চন্দননগরবাসীর জন্য। আর সেটা জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই করা হবে। সেটা হবে মেগা উপহার। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ২০০ বছরের ইতিহাসে যা ঘটেনি তাই হবে।' তিনি জানান, যা হবে জগদ্ধাত্রী পুজোর আগেই ঘোষণা করা হবে।