• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

লড়াই বিভেদের বিরুদ্ধে, রাজনীতিতে লক্ষ্য স্থির খেলোয়াড় থেকে তৃণমূল নেতা হওয়া লিয়েন্ডারের

Google Oneindia Bengali News

দিন কয়েক আগেই তিনি গোয়ায় (goa) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) হাত থেকে তৃণমূলের (trinamool congress) পতাকা তুলে নিয়েছেন। এবার রাজনীতিতে নিজের অবস্থান জানালেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (leander paes)। সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিভেদের বিরুদ্ধে লড়াই করে সমাজে পার্থক্য তৈরি করতে চান।

চান দেশের সেবা করতে

চান দেশের সেবা করতে

দীর্ঘ দিন টেনিস কোর্টে দেশের হয়ে লড়াই করেছেন লিয়েন্ডার পেজ। এবার সাধারণ মানুষের জন্য লড়াই। এব্যাপারে লিয়েন্ডার বলেছেন, তিনি কোনও না কোনওভাবে দেশের সেবা করতে চান। সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ৩০ বছর আগে তিনি টেনিস খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করেছিলেন। সেই সময় আর এখনকার মধ্যে মিল রয়েছে, কারণ তিনি দেশের সেবা করতে চান। তবে এক্ষেত্রে মাধ্যমের পরিবর্তন হয়েছে।
তিনি বলেছেন, গোয়ায় জল, স্বাস্থ্য পরিষেবায় সমস্যা রয়েছে। সমস্যা রয়েছে বেকারত্বের। সব সমস্যার দিকে তিনি নজর দিতে চান বলে জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন তিনি। বর্ন লিডার বলে বর্ণনা করে লিয়েন্ডার বলেছেন, উনি যা ঠিক করেন, তাই করতে পারেন। মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের বলেও উল্লেখ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে জীবনে নতুন অধ্যায় শুরু করার সুযোগ করে দিয়েছেন বলে জানিয়েছেন লিয়েন্ডার। তবে আগামী বছরে গোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, তা নিয়ে কোনও প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি। বলেছেন, এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ই সিদ্ধান্ত নেবেন।

 সিদ্ধান্ত সাত বছর আগে

সিদ্ধান্ত সাত বছর আগে

সাক্ষাৎকারে লিয়েন্ডার বলেছেন, তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ২০১৪ সালের। অনেক কম বয়স থেকেই দেশের সেবা করতে চেয়েছেন তিনি। দেশকে গর্বিত করতে চেয়েছেন। বর্তমানে সঠিক সময় এসে উপস্থিত হয়েছে। ৩০ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বের দরবারে।
লিয়েন্ডার বলেছেন, এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার সময়কে তিনি যথোপযুক্ত বলে মনে করেছেন।

 দেশে বিভাজনের রাজনীতি

দেশে বিভাজনের রাজনীতি

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে লিয়েন্ডার বলেছেন, মানুষকে ধর্মীয় এবং জাতিগত ভিত্তিতে ভাগ করতে রাজনীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অতীতে তাঁকে এব্যাপারে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি।
নিজের পরিবারের পরিচিতি সম্পর্কে বলেছেন, তাঁর মা বাঙালি এবং বাবা গোয়ার। কিন্তু তিনি ভারতীয়। লিয়েন্ডার বলেছেন, রাজনীতির একটি মাত্রই উদ্দেশ্য থাকা উচিত। তাঁর মতে সুস্থ ও সুখী মানুষই সুখী জাতি তৈরি করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য লিয়েন্ডারের মা জেনিফার দত্ত, মাইকেল মধুসূদন দত্তের প্রপ্রোত্রী। তাঁর বাবা ভেস পেজ হকি তারকা। অন্যদিকে লিয়েন্ডার সারাজীবনে ১৮ টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। পেয়েছেন পদ্মবিভূষণ।
সম্প্রতি পোপের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেছেন। এর প্রভাব কি গোয়ার নির্বাচনে পড়তে পারে, এব্যাপারে তিনি বলেছেন, ভোটারদের ওপরে এর কোনও প্রভাব পড়বে না। তিনিও পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন। এব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে পোপের সাক্ষাতের প্রশংসাও করেন তিনি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Praising Mamata Banerjee Leander Paes says, his goal is to serve country and create a difference in society.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X