• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

ICC T20 WC Updates: টি ২০ বিশ্বকাপে আজ নিউজিল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের পরই মুখোমুখি ভারত-আফগানিস্তান

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে ইংল্যান্ড ও গ্রুপ ২ থেকে পাকিস্তান পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আজ গ্রুপ ২-এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। নিউজিল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। এরপর আবু ধাবিতে ভারতের সামনে আফগানিস্তান। বিরাট কোহলিদের এখন বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে প্রত্যাশা করতে হবে যাতে নিউজিল্যান্ডকে আফগানিস্তান হারিয়ে দেয়। তা সত্ত্বেও নেট রান রেটে ব্যাপক উন্নতি ঘটাতে হবে ভারতকে। নিউজিল্যান্ড যদি তিনটির মধ্যে আফগানিস্তান ম্যাচ বাদে একটি ম্যাচ হারে এবং আফগানিস্তান দুটিতেই হারে তাহলে কোহলিদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আজকের দুটি ম্যাচের খবর, স্কোর আপডেটের পাশাপাশি জানুন বিশ্বকাপের অন্য দলগুলির যাবতীয় খবর।

নিউজিল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের পর ভারত-আফগানিস্তান ম্যাচ

Newest First Oldest First
2:53 PM, 3 Nov
ব্যাটারদের মধ্যে এইডেন মার্করাম তিন ধাপ নেমে চলে গিয়েছেন ছয়ে। তিন ধাপ উঠে তিন নম্বরে এলেন অ্যারন ফিঞ্চ। আট ধাপ উঠে নয়ে চলে এসেছেন জস বাটলার। এক ধাপ নেমে দশে অভিন লুইস। বিরাট কোহলি পঞ্চম ও লোকেশ রাহুল অষ্টম স্থান ধরে রেখেছেন।
2:51 PM, 3 Nov
টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের সেরা ব্যাটার হলেন বাবর আজম। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি ২০ ক্রমতালিকায় ডেভিড মালানকে থেকে হঠিয়ে শীর্ষস্থান দখল পাক অধিনায়কের। একদিনের আন্তর্জাতিকেও তিনি বিশ্বের ১ নম্বর ব্যাটার।
2:47 PM, 3 Nov
সুপার টুয়েলভে অংশ নিয়েই সন্তুষ্ট থাকতে চায় না স্কটল্যান্ড। খেলার মানের উন্নতি ঘটিয়ে সাহসী ক্রিকেট খেলে জয়ের মুখ দেখতে মরিয়া স্কটরা।
2:45 PM, 3 Nov
প্রতিপক্ষ দুর্বল হলেও সমীহ করে সব ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড শিবির। তিনটি ম্যাচ জিতেই সেমিফাইনালে জায়গা পাকা করা লক্ষ্য কিউয়িদের।

English summary
ICC T20 World Cup 2021: Get India, Pakistan, England, Australia, South Africa, West Indies And Other Teams Cricket Updates From UAE On 3rd November In Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X