• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিরাট বাইরেই! আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত-রাহুল যুগলবন্দি দেখাল নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ভুল

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। ভারত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান করেছে। চলতি বিশ্বকাপে এটিই দলগত সর্বাধিক রান। এই ম্যাচে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের যুগলবন্দি চোখে আঙুল দেখিয়ে দিল নিউজিল্যান্ড ম্যাচে রোহিতকে তিনে নামিয়ে ওপেনিং জুটি ভাঙার বড় ভুল। এদিন ওপেনিং জুটিতে ১৪০ রান যোগ করলেন রোহিত-রাহুল। রোহিত সর্বাধিক ৭৪ ও রাহুল ৬৯ রান করেন। হার্দিক পাণ্ডিয়া চারে নেমে ১৩ বলে ৩৫ ও তিনে নামা ঋষভ পন্থ ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। তবে বিরাট কোহলির ব্যাট করতে না নামা কিংবা আফগান অধিনায়ক মহম্মদ নবির বোলিং ওপেন করার পর এক ওভারে সাত রান দিয়েও পরে বল করতে না আসার কারণ নিয়ে চলছে চর্চা।

রোহিত-রাহুল যুগলবন্দি দেখাল নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ভুল

আজ টসে হারার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, পজিটিভ ক্রিকেট খেলে বড় রান তোলাই লক্ষ্য। আর সেই লক্ষ্যেই প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাঁরা যে মেজাজে ব্যাটিং করছিলেন তাতে বারেবারেই মনে হচ্ছিল, নিউজিল্যান্ড ম্যাচে রোহিত-রাহুলের ওপেনিং জুটি ভেঙে কত বড় ভুল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট! মুজিব উর রহমানের মতো স্পিনার না থাকায় আফগানিস্তান এদিন পূর্ণশক্তির বোলিং আক্রমণ নামাতে পারেনি ঠিকই, কিন্তু রোহিত ও রাহুল বিশ্বমানের ইনিংস উপহার দিলেন। রীতিমতো শাসন করলেন আফগানিস্তানের বোলারদের।

রোহিত-রাহুল যুগলবন্দি দেখাল নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ভুল

পাওয়ারপ্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৫৩। এই সময় রোহিত শর্মা ব্যাট করছিলেন ৩৪ রানে, রাহুল ১৭ রানে। ভারতের ১০০ রান আসে ১১.৪ ওভারে। তার আগে ৩৭ বলে টি ২০ আন্তর্জাতিকে ২৩তম অর্ধশতরানটি পূর্ণ করে ফেলেন রোহিত। ভারতের ১০০ রানে রাহুলের অবদান ৪৭, রোহিতের ৫৪। লোকেশ রাহুল টি ২০ বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন ৩৫ বলে। টি ২০ আন্তর্জাতিকে এটি রাহুলের ত্রয়োদশ অর্ধশতরান। রশিদ খানকে আক্রমণে এনেও সুবিধা করতে পারেননি আফগান অধিনায়ক মহম্মদ নবি। ১৪তম ওভারে রশিদ খান বল করছিলেন, শেষ দুই বলে রোহিত শর্মা দুটি ছক্কা হাঁকালে রশিদের বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ৩৩ রান। ১৪.১ ওভারে করিম জানাতের বলে লোকেশ রাহুল চার মারতে ভারতের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ১৩৯। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই ভারতের সর্বাধিক রানের পার্টনারশিপ। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক ১৬৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন রোহিত ও রাহুল। সেই নজির এদিন অবশ্য পার করতে পারল না ভারতের ওপেনিং জুটি। করিম জানাতের বলে মহম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৪৭ বলে ৭৪ রান করেন। ১৪.৪ ওভারে ভারতের প্রথম উইকেট পড়ে ১৪০ রানের মাথায়।

রোহিত ফেরার পর তিনে ব্যাট করতে পাঠানো হয় ঋষভ পন্থকে। যদিও তিনি এদিন সুবিধা করতে পারেননি। ১৫.৩ ওভারে পন্থের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেন রশিদ খান, আম্পায়ার আউট না দিলে রশিদ রিভিউ নেন। বল লেগ সাইডের বাইরে পড়ায় ও পন্থ অনেকটা এগিয়ে আসায় রিভিউ নষ্ট হয় আফগানিস্তানের। পরের বলেই আম্পায়ার পন্থকে লেগ বিফোর আউট দিলে রিভিউ নিয়ে রক্ষা পান পন্থ। রশিদ চার ওভারে ৩৬ রান দিয়ে কোনও উইকেট পাননি, ফলে ৪০০তম টি ২০ উইকেটের জন্য তাঁকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

১৭তম ওভারের তৃতীয় বলে গুলবদিন নঈবের বলে বোল্ড হন লোকেশ রাহুল। তিনি ৪৮ বলে ৬৯ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়। বিরাট কোহলি চার নম্বরেও ব্যাট করতে নামেননি, পাঠানো হয় হার্দিক পাণ্ডিয়াকে। এই ওভারের শেষ দুই বলেই দুটি ছক্কা হাঁকান পন্থ। নবীন উল হকের ওভারে জীবন পাওয়া হার্দিককে নিয়ে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করে দেন ঋষভ। ১৭তম ওভারের তৃতীয় বলে গুলবদিন নঈবের বলে বোল্ড হন লোকেশ রাহুল। তিনি ৪৮ বলে ৬৯ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়। বিরাট কোহলি চার নম্বরেও ব্যাট করতে নামেননি, পাঠানো হয় হার্দিক পাণ্ডিয়াকে। এই ওভারের শেষ দুই বলেই দুটি ছক্কা হাঁকান পন্থ। শেষ চার ওভারে ৬৫ রান যোগ করেন হার্দিক ও পন্থ। পন্থ একটি চার ও তিনটি ছয় মেরেছেন। হার্দিকের ইনিংসে রয়েছে চারটি চার ও দুটি ছয়। বিশ্বকাপে এদিনই সেরা উইকেট পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন লোকেশ রাহুল। হাতে উইকেট থাকায় রশিদ খানের মতো আফগানিস্তানের সেরা বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা সম্ভব হয়েছে বলে জানান রাহুল। রোহিতের সঙ্গে ওপেনিং জুটিও উপভোগই করেন তিনি।

English summary
India Set The Target Of 211 Runs For Afghanistan With The Help Of Rohit And Rahul's Record Partnership. Both Rohit And Rahul Hit Fifties.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X