অযোধ্যার দীপমহোৎসব ফের একবার জায়গা করে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে
৯ লাখ প্রদীপে সাজানো হয়েছে অযোধ্যার দীপমহোৎসব। এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে আয়োজিত এই উদ্যোগে সাড়ে ৯ লাখটি প্রদীপ দিয়ে স্বপ্নসুন্দর এক দৃশ্য গড়ে তোলা হয় অযোধ্যার বুকে। আর সেই লক্ষ লক্ষ প্রদীপের আলোয় তৈরি দীপ মহোৎসব যেন সরযূ নদীকে আরও রঙিন করে তুলেথিলে ভূত চতুর্দশীর রাতে। এদিন এই গোটা মহোৎসব গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়।

UP's Department of Tourism and Dr Ram Manohar Lohia Avadh University jointly enter Guinness World Records for "largest display of oil lamps" during Deepotsava 2021 in Ayodhya pic.twitter.com/4ic0VRsqL5
— ANI UP (@ANINewsUP) November 3, 2021
সাড়ে নয় লক্ষেরও বেশি দিয়া আলো জ্বালিয়ে অযোধ্যা আবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছে। অযোধ্যার রাম কি পৈরি ঘাটের ৩২ টি ঘাটে এদিন টানা প্রদীপের সারিতে আলোকরাশি যেন মন ছুঁয়ে নেওয়ার মতো ছিল। জানা গিয়েছে, গিনেস বুক অউ ওয়ার্ল্ড রেকর্ডে প্রদীপের সংখ্যার নিরিখে জায়গা করে নিয়েছে অযোধ্যা। এর আগেও সরযূর তীরে এই দীপ মহোৎসবের আয়োজন করেছে যোগী সরকার। সেই সময়ও রেকর্জের পাতায় নাম লখায় উৎসব। তবে এবার পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ডের তালিকায় উঠল এই উৎসবের সামোরহ।
#WATCH | Artists perform Ramlila in Ayodhya as part of the Deepotsav celebration on the occasion of #Diwali pic.twitter.com/C9rwwiNsyb
— ANI UP (@ANINewsUP) November 3, 2021
এদিন অযোধ্যায় রামলীলার আয়োজন করা হয়। সেই রামলীলা মঞ্চস্থ করেন একাধিক শিল্পী। এদিকে, শুধু সরযূ নদীর তীরই আলোকিত হয়ে ওঠেনি, এদিন গোটা অযোধ্যার সমস্ত রাস্তা, সমস্ত ঘাটে আলো দেখা যায়। কার্যত সমস্ত বাড়ি থেকে রাস্তা , রাজপথে আলোর রোশনাই নিজের মতো করে চাঁদোয়া তৈরি করে নেয়। এদিকে এমন এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ছিলেন হাজির। এদিন অযোধ্যার বুকে শোভা যাত্রা বের করা হয়। এই শোভাযাত্রার উদ্বোধন করেন যোগী আদিত্যনাথ। তিনি এমন উদ্যোগকে স্বাগত জানান। শোভাযাত্রায় এদিন কাম , সীতা, লক্ষ্মণ সেজে ভক্তরা যাত্রায় অংশ নেন। অযোধ্যায় এই নিয়ে পঞ্চমবার দীপোৎসব অনুষ্ঠান আয়োজিত হল। এই অনুষ্ঠানের জন্যও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যার প্রতিটি মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা। বিভিন্ন স্থানে ব্যারিকেডও বসানো হয়েছে। এছাড়াও বহু নাশকতার আশঙ্কা থেকে বহুস্তরীয় নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে এই নগরী ঘিরে। এছাড়াও নয়া ঘাট থেকে রাম কি পাইরি পর্যন্ত রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। দুই পাশে ব্যারিকেড লাগানো হয়েছে এবং কাউকে নতুন ঘাট থেকে রাম কি পাইরি পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সরযূর উপর পুরানো সেতুতে যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে এদিন আটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী নিয়ে সাজানো হয় অযোধ্যাকে।