করোনা পরিস্থিতিতে কোনও বিজয় উৎসব নয়, কড়া নির্দেশ কমিশনের, দিনহাটায় বিধি ভেঙে উল্লাস তৃণমূলের
বাংলায় এখনও সিগন্যাল গ্রিন! ফের একবার তা প্রমাণ হল। চার কেন্দ্রেই কার্যত জয়জয়কার শাসকদল তৃণমূলের। আর এরপরেই বিভিন্ন জায়গাতে উল্লাসে মেতে উঠলেন তৃণমূল নেতা-কর্মীরা। কার্যত করোনা বিধিকে উপেক্ষা করেই চলছে আবির খেলা। যা দেখে কার্যত আতঙ্কিত চিকিৎসকদের একাংশ। যদিও কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে চার জেলার তৃণমূল নেতৃত্বকে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে।

কড়া নির্দেশকা কমিশনের
নতুন করে করোনা বাড়ছে রাজ্যে। পুজোর পর থেকেই উপরের দিকে সংক্রমনের হার। সেখানে দাঁড়িয়ে ভোট। শুধু তাই নয়, যেভাবে বিজয় উৎসবে মেতে উঠছেন নেতা-কর্মীরা তাতে আরও বিপদ বাড়তে পারে। আর সেদিকে তাকিয়ে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিজয় উৎসবেও জারি করা হয়েছে কমিশনের তরফে কড়া নিষেধাজ্ঞা। প্রার্থীদের জয়ের পর সার্টিফিকেট গ্রহণ করার ক্ষেত্রেও মানতে হবে কোভিড বিধি। স্পষ্ট বলে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

সব জায়গাতেই বিজয় উৎসব শুরু!
দিনহাটা, গোসাবে, খড়দা এবং শান্তিপুরে তৃণমূলের জয়জয়কার। এক লাখেরও বেশি ভোটে জয় পেয়ে রেকর্ড দিনহাটা এবং শান্তিপুরে। আর এরপরেই বিজয় উৎসব শুরু হয়েছে। বিশেষ করে দিনহাটাতে উদয়ন গুহের জয়ের খবর নিশ্চিত হতেই বিজয় উতসবে মেতে উঠেন সেখানকার তৃণমূল নেতারা। সবুজ আবির খেলাতে মেতে ওঠেন তাঁরা। কার্যত করোনা বিধিকে উপেক্ষা করেই চলে বিজয় উৎসব। শুধু দিনহাটা, বেলা বাড়তেই একাধিক জায়গাতে এই ছবি ধরা পড়ে। কোথায় বাজি ফাটিয়ে উৎসবে মাতেন তৃণমূল নেতারা আবার কোথাও সবুজ আবির, মিষ্টি খাইয়ে শুরু হয় উৎসব।
উপনির্বাচনে সবুজ-সুনামিতে ভেসে গেল বিজেপি, তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে কী কারণ

কড়া নির্দেশ অভিষেকের
সমস্ত জায়গাতেই তৃণমূলের জয় জয়কার। সেলেব্রেশনে মেতে উঠেছেন নেতা-কর্মীরা। আর এরপরেই কড়া নির্দেশিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। অতিমারীর কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও সংযত থাকার নির্দেশ দিলেন তিনি। সংবাদ মাধ্যমে নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, কোনও রকম বিজয় উৎসব করা যাবে না। ইতিমধ্যে জেলা নেতৃত্বকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট ভাবে বিজয় উৎসব না করার জন্যে জেলা নেতৃত্বকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

কড়া কালীঘাট
অন্যদিকে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কালীঘাট। বিভিন্ন জায়গা থেকে কার্যত তৃণমূল প্রার্থীদের এগিয়ে থাকার খবর সামনে আসার পরেই কালীঘাটেই ভিড় বাড়ছে তৃণমূল নেতাদের।