• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আফগানিস্তান ম্যাচের আগে ভারতের দায়সারা অনুশীলনে নজরে সূর্য! বিরাট-ধোনি-শাস্ত্রীর দীর্ঘ কথোপকথন

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও জোরকদমে অনুশীলন করল না ভারতীয় দল। আজ আবু ধাবিতে রাখা হয়েছিল অপশনাল প্র্যাকটিস। দেখা যায়নি লোকেশ রাহুল, ঋষভ পন্থকে। তবে নজরে ছিলেন সূর্যকুমার যাদব। বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে এই দুজনের সঙ্গে রণকৌশল নিয়ে আলোচনা করতে দেখা যায় রবি শাস্ত্রীকে।

আফগানিস্তান ম্যাচের আগে ভারতের দায়সারা অনুশীলনে নজরে সূর্য

এদিন ভারতের অনুশীলনে প্রথমে নেটে ব্যাটিং করতে দেখা যায় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে দলের সেরা দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি অপশনাল প্র্যাকটিসে আসেননি। ক্রিকেটাররা যাতে তরতাজা হয়ে আফগান চ্য়ালেঞ্জ সামলাতে পারেন সে কারণেই এদিন অনুশীলন করা বাধ্যতামূলক রাখা হয়নি! অনুশীলনে আসেননি লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থ।

আফগানিস্তান ম্যাচের আগে ভারতের দায়সারা অনুশীলনে নজরে সূর্য

নিউজিল্যান্ড ম্যাচ খেলতে পারেননি সূর্যকুমার যাদব। তিনি অবশ্য এদিন অনুশীলনে হাজির ছিলেন। জগিংয়ের পর সহকারী স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে ফিটনেস ড্রিলে অংশ নেন সূর্য। তাঁর দিকে নজর রাখছিলেন ফিজিও নীতীন প্যাটেল এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েব। পরে নেটে কিছুক্ষণ ব্যাটিং করেন। অনুশীলনের শেষে বিরাট কোহলি সূর্যকুমার যাদবের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ধোনির সঙ্গে দফায় দফায় কথা বলতে দেখা যায় ভারত অধিনায়ককে। এমনকী বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রী ও মেন্টর ধোনি, তিনজনকেই নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। নিশ্চিতবাবেই আফগানিস্তান চ্যালেঞ্জ মোকাবিলার রণকৌশল ঠিক করেছেন এই তিনজন।

আফগানিস্তান ম্যাচের আগে ভারতের দায়সারা অনুশীলনে নজরে সূর্য

রবীন্দ্র জাদেজা ছাড়াও যাঁরা এদিনের অনুশীলনে ছিলেন তাঁরা হলেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও রাহুল চাহার। বরুণ চক্রবর্তীর জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর সম্ভাবনা রয়েছে। রাহুল চাহারকে দিয়েও চমক দিতে পারে ভারত। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছিলেন, দলের সকলেই খেলার জন্য প্রস্তুত, আগামীকাল প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত হবে। তবে সূর্য এদিন অনুশীলন করায় ঈশান কিষাণের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। নেটে রবীন্দ্র জাদেজাকে ছয় মারতেও দেখা গিয়েছে। ফিনিশারের ভূমিকায় জাদেজার উপর দল যে ভরসা রাখছে, বিশেষ করে হার্দিকের ফর্ম ও ফিটনেস যখন কাঙ্ক্ষিত পর্যায়ে নেই, তা পরিষ্কার এদিনের অনুশীলন থেকে। আফগান স্পিনারদের সমীহ করছে ভারতীয় শিবির। তবে আফগানিস্তানের সিমাররাও ফর্মে রয়েছেন। দলের সকলেই যে শারীরিক ও মানসিকভাবে দারুণ জায়গায় রয়েছেন সে কথা স্পষ্ট করে দিয়ে হামিদ হাসান বলেছেন, সেমিফাইনালে ওঠা নিশ্চিতভাবেই আমাদের লক্ষ্য। তবে আমরা একেকটি ম্যাচ ধরেই এগোতে চাইছি।

English summary
Virat Kohli, MS Dhoni And Ravi Shastri Discuss Strategy Ahead Of Afghanistan Match. Kohli And Rohit Were The First To Hit The Nets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X