ইউজারদের বড়সড় ঝটকা দিল WhatsApp, Ban করা হল ২২ লক্ষ অ্যাকাউন্ট! তালিকাতে আপনার নেই তো?
গোটা বিশ্বে এই মুহূর্তে কয়েক লাখ মানুষ হোয়াটস অ্যাপ (WhatsApp) ব্যবহার করে থাকেন। ব্যবহারকারীদের চেটিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে বিভিন্ন সময়ে আপডেট করে থাকে বিশ্বের সবথেকে বড় এই ম্যাসেঞ্জিং অ্যাপটি। সম্প্রতি হোয়াটস অ্যাপ নয়া এক সিদ্ধান্ত নিয়েছে।
আর সেই সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি হোয়াটস অ্যাপের একটি মাসিক রিপোর্ট সামনে আসতেই প্রকাশ্যে এসেছে এই ঘটনা। তথ্য বলছে নিয়ম না মানার জন্য ২২ লক্ষ ইউজারের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ঠিক কি কি কারনে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে সেই বিষয়ে তুলে ধরা হল-

কেন বন্ধ করা হল অ্যাকাউন্টগুলি-
হোয়াটস অ্যাপ (WhatsApp) ইউজারদের অ্যাকাউন্ট বন্ধ করার মূল কারণ হল সেফটি এবং সিকিউরিটি! সম্প্রতি প্রকাশ্যে আসে রিপোর্টটি। রিপোর্টে জানা গিয়েছে, প্রায় ২২ লাখ ৯ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে হোয়াটস অ্যাপের তরফে জানা গিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে এই বিষয়ে একাধিক অভিযোগ সামনে আসার পরেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। হেনস্তাকে রুখতেই নাকি এই সিদ্ধান্ত বিশ্বের সবথেকে বেশি ব্যবহারকারী অ্যাপটির। সেপ্টেম্বরে কোম্পানি অ্যাকাউন্ট সাপোর্ট, ব্যান আপিল, প্রোডাক্ট সাপোর্ট, সেফটি ক্যাটাগরিতে বেশ কিছু অভিযোগ পায়।

এভাবে বন্ধ হয়ে যায় অ্যাকাউন্ট!
হোয়াটস অ্যাপ কখনও একেবারে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় আবার টেম্পরারি ভাবে ব্যান করে দেওয়া হয়। তবে দোষ বিশ্লেষণ করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পারমানেন্ট বন্ধ করা হলে হোয়াটস অ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে সাময়িক ভাবে বন্ধ হলে কিছুটা হলেও স্বস্তি। কারণ অ্যাকাউন্ট রিভিউ করার পর ফের একবার চালু করা যায় সেই অ্যাকাউন্ট।

মেসেজ পাঠানোর আগে সাবধান হন
মাঝে মধ্যেই দেখা যায় ব্যবহারকারীকে ব্যাপক ভাবে ভুলভাবে মেসেজ শেয়ার করে থাকে। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফরওয়ার্ড করে থাকে। আর তাতেই বিপদ ডেকে আনা! যদি কখনও নোংরা এবং ভুলভাল মেসেজ কাউকে আঠানো হয় আর সে যদি রিপোর্ট করে দেয় তাহলে সংশ্লিষ্ট নম্বরকে ট্র্যাক করা হয়। আর সময় এলে সেই অ্যাকাউন্টড়ি বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, হোয়াটস অ্যাপের মাধ্যমে ভুলেও পর্ণ কনটেন্ট আঠানো ঠিক নয়। কারনে এই কন্টেন্ট পাঠানো মাত্র তা ব্লক করে দেওয়া হবে।

এর আগেও বন্ধ করা হয়
সংস্থার রিপোর্ট বলছে, ২০২১ নয়া তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী WhatsApp ৪৬ দিনের দ্বিতীয় পর্যায়ের মান্থলি রিপোর্ট পাবলিশ করেছে। যেখানে ১৬ জুন থেকে গত ৩১ জুলাই পর্যন্ত ডেটা রয়েছে। আর সেখানে সংস্থার তরফে বলা হয়েছে যে WhatsApp এ থাকা ৩,০২৭,০০০ টু ভারতীয় অ্যাকাউন্ট একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াটস অ্যাপের তরফে এক আধিকারিক জানিয়েছেন, গিত কয়েক বছরে WhatsApp ব্যবহারকারীদের এই পার্টফর্মের মধ্যে সুরক্ষিত রাখতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (artifical Intelligence) সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকত। কিন্তু ভারতীয় অ্যাকাউন্টগুলি কেন রাতারাতি ব্যান করা হল।