জি ২০ বৈঠকে বড় সাফল্য ভারতের! বিশ্বের মঞ্চে কৃষকদের নিয়ে মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ পদক্ষেপ
ইতালিতে জি ২০ (G 20) শীর্ষ (summit) বৈঠকে বড় সাফল্য পেল ভারত। আরও বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের সঙ্গে শক্রি ও জলবায়ুর নিরিখে উন্নত দেশগুলির যে অবস্থান নেওয়ার দরকার ছিল তা নেওয়া গিয়েছে। শীর্ষ বৈঠক নিয়ে এমনটাই খবর উঠে এসেছে।

জি ২০ নেতারা বিশ্বের উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন আগেই। কিন্তু এবারই প্রথমবার, যেখানে লক্ষ্য অর্জনে নির্দিষ্ট এবং দায়িত্বশীল পদক্ষেপকে চিহ্নিত করেছেন। এব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মোদী যে জীবনধারার কথা বলেন, সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য জি ২০ নেতারা শূন্য নির্গমণের লক্ষ্যমাত্রা ঘোষণা করতে ব্যর্থ হয়েছিলেন। ২০২১-এ গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ বৈঠকের আগে ভারত এই ডাককে প্রত্যাখ্যান করেছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ১২-এর অংশ হিসেবে ছিল সাস্টেনেবল কনজামশন এবং রেসপনসেবল প্রোডাকশন। উন্নত দেশগুলিকে তাদের শক্তি নির্ভর জীবনধারণ কমিয়ে আনতে উৎসাহিত করা হয়েছিল।
তবে এই শীর্ষ সম্মেলনে বড় জয় হয়েছে কৃষকদের। ছোট এবং প্রান্তিক কৃষকদের জীবনধারণ উন্নত করতে ভারত জি ২০ দেশগুলির প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে। ফলে সদস্য দেশগুলি ধনী কৃষকদের সঙ্গে এবার প্রান্তিক কৃষকদের দিকে মনোনিবেশ করতে বাধ্য হবে।
রোমে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, আলোচনায় ছোট এবং প্রান্তিক কৃষকদের জীবনধারণের কথা উঠে এসেছে। সবাই একমত হয়েছে, তাঁদের জীবনধারণ উন্নত করা বিশ্বব্যাপী প্রচেষ্টা হওয়া উচিত।
শীর্ষ সম্মেলনে ভারত ছাড়াও, আমেরিকা, চিন রাশিয়া-সহ জি ২০ দেশগুলির নেতারা এব্যাপারে জাতীয় পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। যেখানে আন্তর্জাতিক সহায়তা ও সমর্থনকে সঙ্গে করে স্বল্প ও মাঝারি মেয়াদের সঙ্গে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা বলা হয়েছে।
এব্যাপারে উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল জি ২০ বৈঠকে যোগ দিতে রোমে গিয়েছে। শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং পোপের সঙ্গে সাক্ষাতও করেছেন।