মমতার সঙ্গে আলোচনায় বসতে চান অধীর, মোদীকে পেনড্রাইভ পাঠানোর পর নয়া পদক্ষেপ
রাজ্যের সীমান্ত সমস্যা ও নদী ভাঙন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে পেনড্রাইভ তুলে দিয়ে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। সেই পেনড্রাইভে তিনি অডিও বার্তা পাঠিয়ে সীমান্ত সমস্যা, নদী ভাঙন সমস্যা ও সুন্দরবনের কথা তুলে ধরেছিলেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চান। সামনাসামনি কথা বলতে চান কিছু সমস্যা নিয়ে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চান অধীর
সম্প্রতি বহরমপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় উচ্ছেদের প্রশ্ন হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অধীর চৌধুরী। তিনি সেই চিঠিতেই উল্লেখ করেন, প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চান। মুখোমুখি আলোচনায় বসে সমস্যার সমাধান করতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীর এই বৈঠকের ইচ্ছাপ্রকাশে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী লিখলেন অধীর
বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর বলেন, পুনর্বাসনের পরিকল্পনা ছাড়াই উচ্ছেদের ফলে মানুষের যে ভোগান্তি হচ্ছে, তা চোখে দেখা যাচ্ছে না। চিঠিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, বহরমপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের কাছে অনেকগুলি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ওই পরিবারগুলির দাবি, তাঁরা কেউ ৮০ বছরেরও বেশি সময় ধরে ওখানে বসবাস করছেন।

পুনর্বাসন ছাড়া উচ্ছেদের পরিকল্পনা নিয়ে বার্তা অধীরের
জানা গিয়েছে, যাঁরা বহরমপুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের কছে বসবাস করছেন, তাঁদের পরিবারের অনেক মহিলাই হাসপাতালে নার্স বা আয়ার কাজ করে এসছেন। এখানে উচ্ছেদের ফলে বয়স্ক, মহিলা, শিশু-সহ অনেককেই ঘরছাড়া হতে হচ্ছে। এমন ঘটনা বহরমপুরে আগে ঘটেনি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের এই পরিকল্পনা ঠিক হয়নি।

মমতাকে মানবিক দৃষ্টিতে বিবেচনার বার্তা অধীরের
চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির আর্জি, যে মানুষগুলো দীর্ঘদিন সেবার কাজ করে এসেছেন, তাঁদের ঘর ভেঙে দেওয়ার আগে মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করা হোক। সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। এই কাজে তিনি তাঁর পক্ষ থেকে যতটা সাহায্য করার করতে রাজি। তিনি প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতেও চান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থও হয়েছিলেন অধীর
কয়েকদিন আগে মুর্শিদাবাদের জ্বলন্ত সমস্যা একটি পেনড্রাইভে তুলে ধরে সমস্যার আশু সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। তিনি অবিলম্বে সীমান্ত ও নদীভাঙন সমস্যা মেটানোর জন্য আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগের মোকাবিলায় সুন্দরবনে কংক্রিটের বাঁধ তৈরির আবেদনও তিনি জানিয়েছেন অডিও বার্তায়।