• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ক্লাস শুরুর আধ ঘন্টা আগেই পৌঁছতে হবে স্কুলে, ভাগ করা হবে একাধিক শ্রেণিকে! এক নজরে রইল বিধি

Google Oneindia Bengali News

অবশেষে রাজ্যে খুলতে চলেছে স্কুল। আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল এবং কলেজ খুলবে। তবে অবশ্যই কোভিড বিধি মেনে খোলা হবে এই স্কুল-কলেজ। তবে গোটা স্কুল এখনই খুলে দেওয়া হচ্ছে না। প্রাথমিক ভাবে ক্লাস নাইন এবং দ্বাদশ শ্রেণি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্দেশ দেওয়ার আগেই রাজ্যের সমস্ত স্কুলগুলিকে দ্রুত জীবাণুমুক্ত করার কাজ করতে বলা হয়েছে। তবে শুধু জীবাণুমুক্ত করলেই তো হবে না মানতে স্বাস্থ্য বিধি। আর তা কি? সেই সংক্রান্ত বিধি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।

আধ ঘন্টা আগে স্কুলে যেতে হবে

আধ ঘন্টা আগে স্কুলে যেতে হবে

দুটি ক্লাস শুরু হলেও একসঙ্গে হবে না। এক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কতক্ষণ কোন শ্রেণির ক্লাস হবে। শুধু তাই নয়, ক্লাস শুরু হওয়ার আধ ঘন্টা আগে স্কুলে পৌঁছতে হবে। তথ্য অনুযায়ী নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১০ টা থেকে। চলবে ৩:৩০ পর্যন্ত। ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে ৯:৩০ টার মধ্যে। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১১ টা থেকে। চলবে ৪:৩০ পর্যন্ত। ছাত্রীছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে সকাল সাড়ে ১০টার মধ্যে।

একাধিক শ্রেণি বাড়ানোর কথা

একাধিক শ্রেণি বাড়ানোর কথা

ক্লাসের মধ্যে অবশ্যই সোশ্যাল ডিসটেন্স মানতে হবে। প্রয়োজনে একটি বেঞ্চে দুজনের বেশি বসা যাবে না। মনে হলে একাধিক ক্লাসকে একাধিক ভাগে ভাগ করা যেতে পারে। শ্রেণিকক্ষের সংখ্যা বাড়াতে হবে। টিফিন খেতে ক্লাসের বাইরে যাওয়া যাবে না। কেউ কারোর টিফিন খেতে পারবে না।

স্যানিটাইজ করতে হবে

স্যানিটাইজ করতে হবে

ক্লাস চলাকালীন একটা নির্দিষ্ট সময়ের পর পর ক্লাসরুম, ল্যাব বা অন্যান্য ঘরগুলি স্যানিটাইজ করতে হবে। শুধু তাই নয়, স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও স্যানিটাইজ করতে হবে। আপাতত স্কুলের মধ্যে কোনও অভিভাবক ঢুকতে পারবে না। বারবার হাত ধুতে হবে পড়ুয়াদের। এছাড়াও আরও একগুচ্ছ নির্দেশের কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের। ইতিমধ্যে এই সমস্ত নির্দেশিকা সমস্ত স্কুলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তা মানতে বলা হয়েছে।

চিন্তা বাড়ছে অভিভাবকদের মধ্যে

চিন্তা বাড়ছে অভিভাবকদের মধ্যে

দীর্ঘ কয়েকমাস স্কুল-কলেজ বন্ধ থাকার পরে অবশেষে খুলতে চলেছে। তবে স্কুল খোলা হলেও কতটা বাচ্চারা যাবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। নতুন করে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কার্যত প্রত্যেক জেলাতেই বাড়তে শুরু করেছে করোনা গ্রাফ। এই অবস্থায় আতঙ্ক বাড়ছে। সেখানে দাঁড়িয়ে এই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসকদের একাংশ এই নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু তাই নয়, অন্যান্য রাজ্যে স্কুল খোলা হলেও আক্রান্ত হচ্ছে পড়ুয়ারা। সেখানে দাঁড়িয়ে স্কুলে আদৌও ছেলে-মেয়েদের পাঠাবে বাবা-মায়েরা? উঠছে প্রশ্ন।

স্কুল খোলার আগেই চলবে লোকাল ট্রেন

স্কুল খোলার আগেই চলবে লোকাল ট্রেন

সব হচ্ছে কিন্তু লোকাল ট্রেন চলছে না। ক্ষোভ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে। এমনকি পুজোতেই লোকাল ট্রেন চালানোর জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত হয়নি। তবে আমজনতার দাবি মেনে নীল রাজ্য। অবশেষে লোকাল ট্রেন গড়াতে চলেছে রাজ্যে। প্রায় পাঁচ মাসেরও বেশি সময় রাজ্যে বন্ধ ছিল লোকাল। কিন্তু শুক্রবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যে লোকাল ট্রেন চলবে। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বলে জানানো হয়েছে। রবিবার থেকেই মিলবে পরিষেবা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Students have to reach to school 30 minutes before class starts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X