ভারতের ওপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মারাত্মক! বড় প্রভাব জিডিপির ওপরে, প্রকাশ রিপোর্টে
দেশে থেকে এবছরের মতো বর্ষা বিদায় শুরু হয়ে গিয়েছিল ৬ অক্টোবর। কিন্তু তার পরে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন (Climate change)। যার জেরে উত্তরাখণ্ড (uttarakhand) এবং কেরলে (kerala) অতিপ্রবল বৃষ্টি। যার জেরে বহু মানুষের মৃত্যু, সম্পত্তির ক্ষতি। এর প্রভাব দেশের অর্থনীতিতেও (economy)। আবহাওয়ার প্রভাব দেশের অর্থনীতির ওপরে কতটা পড়তে পারে তার একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে। যা চমকে ওঠার মতোই।

খরচ হতে পারে জিডিপির ১০ শতাংশ
পৃথিবীর জুড়েই আবহাওয়া খারাপ হচ্ছে। বিভিন্ন দেশের মতোই খারাপ আবহাওয়ার প্রভাব পড়ছে ভারতেও। জলবায়ুর পরিবর্তন নিয়ে রোমে বসতে চলেছে জি-টোয়েন্টি সামিট। তার আগে ভারতে জলবায়ুর পরিবর্তন ও তার প্রভাব নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট। সেখানে বলা হয়েছে খারাপ জলবায়ু প্রভাব পড়তে চলেছে ভারতের জিডিপির ওপরে। এর প্রভাব ১০ শতাংশের ওপরে হতে পারে। ভারত ছাড়াও যেসব দেশের ওপরে জলবায়ুর খারাপ প্রভাব পড়তে চলেছে তার মধ্যে রয়েছে আমেরিকা, সৌদি আরব, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ।

তাপমাত্রা বৃদ্ধির জেরে বেড়েছে মৃত্যু
৪০ জন বিজ্ঞানী জলবায়ু পরিবর্তন নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছে, ইতিমধ্যে জি-টোয়েন্টি ভুক্ত দেশগুলিতে জলবায়ু প্রভাব পড়েছে। কুড়ি বছরের বেশি সময় ধরে তাপমাত্রা বৃদ্ধির কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে। জি-টোয়েন্টি ভুক্ত দেশগুলিতে এই মৃত্যুর সংখ্যাটা প্রায় ১৫ শতাংশের মতো। এই দেশগুলিতে আগুনে বনভূমি নষ্ট হওয়ার পরিমাণ কানাডার আয়তনের দেড়গুণের মতো।

ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়বে
রিপোর্টে আরও দেখানো হয়েছে ২০৫০ সালের মধ্যে জি-টোয়েন্টি ভুক্ত দেশগুলিতে জলবায়ুর খারাপ প্রভাবের জেরে গড়ে জিডিপির ৪ শতাংশের মতো ক্ষতি হতে পারে। আর ২১০০ সালের নিরিখে ক্ষতির পরিমাণ দ্বিগুণ বেড়ে যেতে পারে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যদি তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়ে, তাহলে ২০৩৬-২০৬৫ সালের মধ্যে তাপপ্রবাহ বাড়তে পারে ২৫ গুণ। আর যদি তা ২ ডিগ্রি বাড়ে, তাহলে তাপপ্রবাহ বাড়তে পারে ৫ গুণের মতো।

প্রায় ২ কোটি মানুষ ক্ষতির মুখে
রিপোর্টে বলা হয়েছে, যদি তাপমাত্রার বৃদ্ধির প্রক্রিয়া চলতে থাকে, তাহলে ২০৫০ সাল নাগাদ প্রায় দু কোটির মতো ভারতবাসী নদীতে বন্যার জেরে সমস্যার মুখে পড়তে পারেন। সেই হিসেবের নিরিখে এই মুহূর্তে ক্ষতির মুখে প্রায় ১.৩ কোটি ভারতীয়। তবে এই হিসেবের মধ্যে জলবায়ুর পরিবর্তনের জেরে রোগের বৃদ্ধির হিসেব রাখা হয়নি। তবে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব যে দেশের কৃষিক্ষেত্র বিশেষ করে ধান, গম, মেইজ, আখ চাষের ওপরে পড়তে চলেছে, সেই ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
অভিষেকের সফরে আগে ত্রিপুরা বিজেপিতে ধাক্কা! তৃণমূলে যোগদান উপজাতি নেতার, অপেক্ষায় এক বিধায়কও