LIVE

ICC T20 WC Updates: সুপার টুয়েলভের দ্বিতীয় জয়ের জন্য বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের দরকার ১২৫

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ চলছে। আজ আবু ধাবিতে ডাবল হেডার রয়েছে। প্রথমে গ্রুপ ১-এর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বাংলাদেশ। ইংল্যান্ড সরাসরি সুপার টুয়েলভে খেলছে এবং প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অন্যদিকে, বাংলাদেশ প্রথম রাউন্ডে দুটি ম্যাচে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করলেও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে। গ্রুপ অব ডেথ থেকে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে আজ মাহমুদুল্লাহদের ডু অর ডাই ম্যাচ। এদিনই গ্রুপ ২-এর ম্যাচে স্কটল্যান্ড খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। এই ম্যাচগুলির স্কোর আপডেটের সঙ্গে বিশ্বকাপের নানা খবরের দিকে নজর রাখা যাক।

Newest First Oldest First
5:43 PM, 27 Oct
জয়ের জন্য ১২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের স্কোর ৪ ওভারে বিনা উইকেটে ৩৭।
5:17 PM, 27 Oct
সর্বাধিক ২৯ রান করেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ-র সংগ্রহ ১৯। নাসুম আহমেদ ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। ২৭ রানে ৩ উইকেট টাইমাল মিলসের। লিয়াম লিভিংস্টোন ও মঈন আলি ২টি করে উইকেট দখল করেছেন।
5:16 PM, 27 Oct
২০ ওভারে বাংলাদেশ তুলল ৯ উইকেট হারিয়ে ১২৪ রান।
4:41 PM, 27 Oct
১৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৭৬ রান। ক্রিজে অধিনায়ক মাহমুদুল্লাহ ও নুরুল হাসান। মঈন আলি ২টি এবং ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নিয়েছেন। ৫ রান করে রান আউট আফিফ হোসেন। ২৯ রান করেছেন মুশফিকুর রহিম।
4:22 PM, 27 Oct
১০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬০ রান। লিটন দাস (৯), মহম্মদ নঈম (৫) ও শাকিব আল হাসান (৪) আউট হয়েছেন। মঈন আলি দুটি ও ক্রিস ওকস একটি উইকেট দখল করেছেন। ক্রিজে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ।
3:15 PM, 27 Oct
ইংল্যান্ড- জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ, টাইমাল মিলস
3:15 PM, 27 Oct
বাংলাদেশ- মহম্মদ নঈম, লিটন দাস, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
3:15 PM, 27 Oct
আবু ধাবিতে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং বাংলাদেশের
1:23 PM, 27 Oct
ভারতের বিরুদ্ধে রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মার্টিন গাপটিলের পায়ের চোট ঘিরে উদ্বেগ নিউজিল্যান্ডের। গতকাল পাকিস্তান ম্যাচে চোট পান কিউয়ি ওপেনার। ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাঁর চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত, জানালেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।
1:16 PM, 27 Oct
চোটের কারণে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার তথা অলরাউন্ডার মহম্মদ সৈফুদ্দিন। টি ২০ বিশ্বকাপে চারটি ম্যাচে তিনি পাঁচটি উইকেট পেয়েছিলেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে রুবেল হোসেনকে। আজ আবু ধাবিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
ICC T20 World Cup 2021: Get India, Pakistan, England, Australia, Bangladesh, SA, WI and All Teams Cricket Updates From UAE on 27th October in Bengali.