• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফের চিনে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ৪০ লক্ষ জনবসতিপূর্ণ এই শহরেও জারি হয়ে গেল কড়া লকডাউন

  • |
Google Oneindia Bengali News

ফের করোনার রক্তচুক্ষতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে চিন(China Coronavirus )। এমনকী গত কয়েক দিনে গোটা দেশের একাধিক জায়গায় বড় মাত্রায় সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতেই বাড়ছে চিন্তা। এদিকে করোনার এতটাই দাপট বৃদ্ধি পেয়েছে যে করোনা ভাইরাসের ঝড় রুখতে ৪০ লক্ষ জনবসতিপূর্ণ শহর লানঝাউতে ফের লকডাউন ঘোষণা করেছে চিনা সরকার। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

বাড়ছে করোনা টেস্টের গতি

বাড়ছে করোনা টেস্টের গতি

সূত্রের খবর, উত্তর পশ্চিম চিনের অবস্থাই সবথেকে খারাপ। সেখানেই কার্যত বিধিনিষেধের ঘেরাটোপ সবথেকে বেশি। চিনা প্রশাসনের দাবি, বাইরে থেকে আসা পর্যটকদের থেকেই নতুন করে সংক্রমণের) গ্রাফের এই ঊর্ধ্বগতি। ইতিমধ্যেই ১১টি প্রদেশ জুড়ে করোনা টেস্টের গতি আগের থেকে অনেক বাড়ানো হচ্ছে। উত্তর-পশ্চিম চিনের একাধিক জায়গায় পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। স্থগিতাদেশ জারি হয়েছে বিমান চলাচলেও।

লানঝাওয়ের উপর কড়া নজরদারি

লানঝাওয়ের উপর কড়া নজরদারি

এদিকে করোনা রুখতে লানঝাওয়ের সাধারণ মানুষদের উপরে চলছে কড়া নজরদারি। কোনও আবাসন থেকে যাতে সাধারণ মানুষ যাতে বাইরে যেতে না পারে তার জন্য প্রাশাসনিক ঘেরাটোপ জারি রয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হচ্ছে আম-আদমিদেরও। কমবেশি প্রতিটি আবাসনের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

 বাড়ছে লকডাউনের কড়াকড়ি

বাড়ছে লকডাউনের কড়াকড়ি

বিশেষ প্রয়োজন ছাড়া লানঝাওয়ের বাসিন্দারা যাতে কোনোভাবেই বাড়ির বাইরে যায় সেই জন্য বারেবারেই সতর্ক করা হচ্ছে সরকারের তরফে। অন্যদিকে এই শহরের সমস্ত পার্ক, থিয়েটার, মিউজিয়াম খোলার ক্ষেত্রেও জারি করা হয়েছে বিধিনিষেধ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শীতকালিন অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছে চিন। কিন্তু তার আগে একলাফে বড় মাত্রায় করোনা বৃদ্ধিতে চিন্তায় প্রশাসন।

এজিনেও জারি হয়েছে লকডাউন

এজিনেও জারি হয়েছে লকডাউন

অন্যদিকে সোমবারে চিনের ইনার মঙ্গোলিয়ার এজিনেও জারি হয়েছে লকডাউন। সোমবার ওই এলাকার প্রায় ৩৫ হাজার ৭০০ বাসিন্দাকে বাড়ির বাইরে বার না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিধিনিষেধ ক্রমেই বাড়ছে রাজধানী শহর বেজিংয়ে। যদিও সেখানে করোনা আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেলেও কোনও ঝুঁকি নিতে রাজি নয় জিনপিং সরকার। জোরদার টিকাকরণ এবং লকডাউনের মাধ্যমেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চিনের কমিউনিস্ট সরকার।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Corona graph rises again in China, a city of 4 million people also issued a severe lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X