৪৮ ঘন্টায় এই পাঁচ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে হু হু করে নামবে তাপমাত্রা! সতর্ক করল মৌসম ভবন
ধীরে ধীরে বিদায় নিতে চলেছে বর্ষা (South West Monsoon)। গোটা দেশ থেকেই বিদায় নিতে চলেছে। আর বর্ষা বিদায়ের প্রভাব পড়তে চলেছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। গত ৪৬ বছরে এই নিয়ে মোট পাঁচবার যেখানে এত দেরি করে এবার বর্ষা (Monsoon) বিদায় নিতে চলেছে।
তবে দেরি হলেও বর্ষা বিদায়ের প্রভাব দেশের একাধিক রাজ্যে পড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মৌসম ভবন বলছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভারতের পাঁচ রাজ্যে ভালো বৃষ্টি হবে।
আর সেই তালিকাতে তামিলনাড়ু ( Tamil Nadu), কেরল (Kerala), কর্নাটকের (South Karnataka) কিছু অংশ, অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh), এবং পুদুচেরি (Puducherry) রয়েছে।

এই কারনে বৃষ্টি হবে
বলে রাখা প্রয়োজন যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সাইক্লোনিক সার্কুলেশন দেশের পশ্চিমের দিকে ধেয়ে যাচ্ছে। আর যার কারনে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে মৌসম ভবন আরও জানাচ্ছে, এর কারনে তামিলনাড়ু এবং পুদুচেরিতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, মৌসম ভবন কর্নাটক এবং অন্ধ্র প্রদেশেও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবন।

আরও কি জানাচ্ছে মৌসম বিভাগ?
ভারতের মৌসম বিভাগ চেন্নাইয়ের দায়িত্বে থাকা এক আবহাওয়াবিদ এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টায় তামিলনাড়ুর একাধিক এলাকাতে ভারী থেকে মাঝামাঝি বৃষ্টি হবে। রামনাথপুরম, তুতিকরিন, তিরুনেলভেলি সহ একাধিক জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ওই আবহাওয়াবিদ। তবে এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্যে কোনও সতর্কবার্তা মৌসম ভবনের তরফে দেওয়া হয়নি। এমনকি যারা এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাঁদের জন্যেও কোনও বার্তা দেওয়া হয়নি।

বাংলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

উত্তর ভারতে হু হু করে পড়ছে ঠান্ডা
মৌসম ভবন জানাচ্ছে আগামী কয়েকদিন দিল্লি সহ আশপাশের সমস্ত এলাকাতে কোনও বৃষ্টির পূর্বাভাশ দেওয়া হয়নি। বরং আবহাওয়া পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে পরিস্থিতি যা তাতে আগামী ১ লা কিংবা ২ রা নভেম্বর থেকেই দিল্লি সহ গোটা উত্তর ভারতে তাপমাত্রা পড়তে শ্যুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এমনকি এক ধাক্কাতে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছেও পৌঁছে গেলে অবাক হচ্ছে না হাওয়া অফিস।

বাংলাতেও ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া
অন্যদিকে বাংলাতেও ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া। কলকাতা হাওয়া অফিস জানাচ্ছে, ভোরের দিকে শীতের আমেজের সঙ্গে বিভিন্ন জায়গায় কুয়াশা থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা খানিক নামতে পারে।