রাজ্যে করোনা বাড়ছে কার জন্যে? ফের বুর্জ খলিফা প্রসঙ্গ উস্কে দিয়ে সুজিতকে নিশানা দিলীপের
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এই নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিনহাটায় দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে দিলীপ ঘোষ পরোক্ষে সুজিত বসুকে নিশানা করেছেন। দুর্গাপুজোর লাগাম ছাড়া ভিড়ের কারণেই রাজ্যে ফের করোনাপ বাড়বাড়ন্ত বলে আক্রমণ শানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুজোয় এবার সুজিত বসুর শ্রীভূমি পুজো মণ্ডপ তৈরি হয়েছিল বুর্জ খলিফার আদলে। তাতে প্রবল ভিড় হয় দর্শনার্থীদের।

সুজিতকে নিশানা দিলীপের
ফের বুর্জ খলিফা বিতর্ক উস্কে দিলেন দিলীপ ঘোষ। দিনহাটায় প্রচারে গিয়ে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। কোচবিহারের সাহরদিঘির পাড়ে প্রাতরিভ্রমণে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, 'একজন নেতার পুজোতে নাকি লাখ লাখ লোকের ভিড় হয়েছে। স্বাভাবিক সংক্রমণ বেড়েছে। রাজ্য সরকারের তরফে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত যাতে আর করোনা না বাড়ে। যদি তা না হয় তাহলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে।' সরাসরি সুজিত বসুর নাম না করলেও শ্রীভূমির বুর্জ খলিফা পুজা মণ্ডপ প্রসঙ্গেই যে তিনি মন্তব্য করেছে তা সকলেই বুঝতে পেরেছে। দুর্গাপুজোর সময় থেকেই বারবার সুজিত বসুর পুজো শ্রীভূমির ভিড় নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এমনকী সুজিত বসুর বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাঁর দলের নেতারাই।

বুর্জ খলিফা বিতর্ক
দুর্গাপুজোয় এবার সকলকে তাক লাগিয়ে দিয়েছিল শ্রীভূমির বুর্জ খলিফা মণ্ডপ। দুবাইয়ের জনপ্রিয় বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছিল মণ্ডপটি। তার সঙ্গে ছিল লেজার শো। সন্ধে থেকে সেখানে লাখো লাখো মানুষ ভিড় করতে শুরু করতেন। পুজোর কয়েকদিন শহরের সব ভিড় ছিল শ্রীভূিম মণ্ডপে। সেই ভিড় সামাল দিতে হিমসিম খেতে হচ্ছিল পুলিশকে। করোনা সংক্রমণের মধ্যে এত ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। শ্রীভূমির লেজার শো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বিমান ওড়াতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন পাইলটরা। তারপরেই বন্ধ হয়ে যায় লেজার শো। এমনকী ভিড় সামাল দিতে না পারার কারণে শ্রীভূমির মণ্ডপ নবমীর দিন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। দলের অন্দরেই সুজিত বসুর বিরুদ্ধে সুর তুলেছিলেন অন্য নেতারা। কীভাবে অত উঁচু মণ্ডপ তৈরির অনুমতি দেওয়া হল তা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা।

বিজেপির কোপে সুজিত
শ্রীভূমির পুজো মণ্ডপ নিয়ে সুজিত বসুর বিরুদ্ধে সমালোচনা নতুন নয়। পুজোর মধ্যে বিজেপির একাধিক নেতা সুজিত বসুর বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিলেন। এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও লেজার আলো বিতর্কে কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, 'আনন্দের কারণ যাতে অন্যের কাছে সংকটের হয়ে না দাঁড়ায় সেই দিকে নজর রাখতে হবে।' এমনকী তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বুর্জ খলিফা নিয়ে প্রকাশ্যে সুজিত বসুর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, 'সুজিত ভালো ছেলে। তবে ওঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিমানবন্দরে নির্দিষ্ট স্থানের মধ্যে আলোর জন্য আলাদাভাবে অনুমতি নিতে হয়। সরকার খোলামেলা প্যান্ডেল করার কথা বলেছে। ভিড় এড়িয়ে যাতে পুজো করা হয় সেই কথাও বলেছে। তারপরেও কেন এত ভিড় ডেকে আনা হল? করোনাবিধি মেনে সমস্তকিছু আয়োজন করা উচিত ছিল। ভিড়ের ফলে সরকারের উদ্দেশ্য ব্যহত হয়েছে।'

রাজ্যে বাড়ছে করোনা
পুজোর পর থেকেই রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, দুই ২৪ পরগনায় একাধিক জায়গায় নতুন করে সংক্রমণ বৃদ্ধি ঘুম উড়িয়েছে স্বাস্থ্য দফতরের। কলকাতায় করোনা আক্রান্ত অধিকাংশই দুটি ডোজের টিকা নেওয়া এবং উপসর্গহীন। ইতিমধ্যেই রাজ্যে নাইট কার্ফু কড়া করা হয়েছে। মাস্ক নিয়ে একাধিক জায়গায় নাকা চেকিং চলছে। জেলায় জেলায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে সোনারপুরে বাজার তিনদিন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে পুরপ্রশাসন। কারণ সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
সংক্রমণ রুখতে ৭ দিনের জন্যে মেদিনীপুর ও খড়গপুর শহরের ১২টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। এর মধ্যে রয়েছে মেদিনীপুরের ৩টি ও খড়গপুরের ৯টি এলাকা। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।