Daily News Update: স্বাস্থ্যসাথী স্কিমে বকেয়া কোটি কোটি টাকা, ত্রিপুরার ডিজিপিকে চিঠি সুম্মিতার
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস
ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় দৈনিক হারে ফের পতন। শেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার, ৪২৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। সুস্থ হয়েছেন ১৫,৯৫১ জন। এই পরিস্থিতিতে ভারতে উৎসবের মরশুমে করোনা গ্রাফের কমতি রীতিমতো তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই।

ত্রিপুরার ডিজিপিকে চিঠি সুম্মিতার
ত্রিপুরার আমতলি বাজারে তাঁর এবং দলের অন্য নেতাদের ওপরে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে দেরি কেন, তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। ২৩ অক্টোবরের ওই ঘটনায় অভিযুক্তদের নাম-সহ ভিডিও ফুটেজ ডিজির কাছে জমা দেওয়ার পরেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ।

স্বাস্থ্যসাথী স্কিমে রাজ্যের কাছে বকেয়া ৬৪ কোটি
রাজ্য সরকারের কাছ থেকে স্বাস্থ্যসাথী স্কিমের টাকা আদায়ে আদালতের দ্বারস্থ হল উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল। স্বাস্থ্যসাথী স্কিমে রাজ্য সরকার তাদের ৬৪ কোটি টাকা বকেয়া রেখেছে। এই মামলায় রাজ্য সরকারকে ৭ দিনের মধ্যে হলফনামা দিতে বলা হলেও ২১ দিনেও তা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

দিল্লিতে অগ্নিকাণ্ডে মৃত ৪
দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪। পুরনো সীমাপুরীতে একটি তিনতলা বাড়ির একেবারের ওপরের তলায় চার ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে দিল্লি পুলিশ। এলাকার ঘিরে আগুন নিভিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

অরুণাচলপ্রদেশ থেকে হাতি পাচার গুজরাতে
ভুয়ো কাগজপত্র বানিয়ে অরুণাচলপ্রদেশ থেকে গুজরাতে হাতি পাচারের অভিযোগ। অসম-বাংলা সীমান্তে দুটি হাতি আটক করা হয়। তিস্তা চেকপোস্টে লরি আটকে কাগজ দেখতে চান বনকর্মীরা। পরে হাতি দুটিকে হেফাজতে নেয় অসমের বন বিভাগ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মাহুত-সহ চারজনকে আটক করা হয়েছে।

ছটপুজোয় দুদিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের
ছটপুজো উপলক্ষে দুদিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের। আগেকার নির্দেশিকায় ছিল ছুটি থাকবে ৯ ও ১০ নভেম্বর। কিন্তু সোমবার অর্থ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে এই ছুটি থাকবে ১০ ও ১১ নভেম্বর। করোনা পরিস্থিতিতে ছটপুজোয় বিধিনিষেধ মানতে হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

রাতে দিল্লিতে এনসিবি কর্তা সমীর
রাতে দিল্লিতে হাজির এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখ পুত্র আরিয়ানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে সমীর ওয়াংখেড়ের দিল্লি সফর তাৎপর্যপূর্ণ ঘটনা। দিল্লি সফরের সাফাই দিয়ে তিনি বলেছেন, কিছু কাজের জন্যই তিনি দিল্লিতে।
আবহাওয়ার খবর: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের পূর্বাভাস