জলবায়ু পরিবর্তনের জের, বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের ফলে ১ বছরে ভারতের ক্ষতি ৮ হাজার ৭০০ কোটি ডলার
গত কয়েক বছর ধরে বারেবারেই প্রকৃতির রোষানলে পড়েছে ভারত। একাধারে যেমন বেড়েছে খরা, তেমনই বন্যায় তলিয়ে গিয়েছে একাধিক রাজ্য। কখনও অনিয়মিত বৃষ্টিপাত, তো কখনও আবার প্রবল মুষলধারায় গিয়েছে মানুষের প্রাণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘূর্ণিঝড়ের মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও। মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। সব মিলিয়ে গত এক বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারতের মোট ক্ষতি হয়েছে প্রায় ৮ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।

কী বলছে বিশ্ব আবহাওয়া সংস্থা
সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। "এশিয়ার জলবায়ুর অবস্থা" শীর্ষক ওই প্রতিবেদনেই ভারতের এই করুন অবস্থার কথা ধরা পড়েছে। এদিকে জলবায়ু পরিবর্তনের তীব্র কুফল সম্পর্কে ভারতে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এবার সেই প্রমাণ মিলতে চলেছে হাতেনাতে। সহজ কথায় বর্তমানে গোটা বিশ্বেরই অন্যতম প্রধান মাখাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। এদিকে গ্রিন হাউস এফের্ট সহ বৈশ্বিক মানচিত্রে পরিবেশ দূষণের প্রধান ক্ষতির জন্য দায়ী উন্নত দেশগুলিই।

জলবায়ু সম্মেলনের দিকেই নজর
এমতাবস্তায় জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনের দিকেই এখন গোটা বিশ্বের নজর রয়েছে। ব্রিটেনের আয়োজনে স্কটল্যান্ডের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ১৩ দিনের ‘কপ-২৬' নামের এ সম্মেলন হতে যাচ্ছে। সেখানেই জলবায়ু পরিবর্তন নিয়ে জোরদার চর্চা হতে পারে বলে খবর। এদিকে জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী ক্ষতিকর দিক যে রয়েছে তা মানছেন পরিবেশ বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে যেসব পদক্ষেপ প্রয়োজন, তাতে খামতি রয়েছে বলেই মত আন্তর্জাতিক সংগঠন এনার্জি ট্রানজিশনস কমিশনের (ইটিসি)।

শীতের মারণ কামড়
এমতাবস্থায় ভারত সুর্নির্দিষ্ট ভাবে কোনও পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার। এদিকে এবার গোটা ভারতেই কাঁপুনি দেওয়া শীতপড়তে পারে বলে মনে করা হচ্ছে। লব থেকে বেশি তীব্রতা থাকবে উত্তর ভারতে। একাধিক রাজ্যে তাপমাত্রা নেমে আসতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উত্তরের রাজ্যগুলিতে ভয়াবহ অবস্থা হতে পারে বলে মনে করা হচ্ছে।