সৌরভ গঙ্গোপাধ্যায় আইএসএলের আগেই এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন! কারণটা কী?
এটিকে-ই হোক বা এটিকে মোহনবাগান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামের সঙ্গে জড়িয়ে আইএসএলের এই ফ্র্যাঞ্চাইজি। আগামী মাসেই শুরু হতে চলেছে আইএসএল। কিন্তু তার আগেই এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মহারাজ। সে কথা আবার জানিয়েছেন, এটিকেএমবি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

আইএসএলে কলকাতার দলটি কেনার জন্য প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন সৌরভ। এটিকে বা আতলেতিকো দে কলকাতায় প্রথম থেকেই মালিকানা ছিল তাঁর। সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, উৎসব পারেখদের সঙ্গে। কালক্রমে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এটিকের। তবে এটিকে নামটি বদলায়নি। এই নামেই আইএসএল খেলতে থাকে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি।
পরে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বেঁধে জন্ম এটিকে মোহনবাগানের। তবে প্রথম দিন থেকেই এটিকে-র মুখ যেমন সৌরভ, তেমনই কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস যাদের হাতে বর্তমানে এটিকেএমবি-র মালিকানা রয়েছে তাতে বেশিরভাগ শেয়ার রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার। উৎসব পারেখের সঙ্গে সৌরভেরও কিছুটা শেয়ার এখনও রয়েছে। কিন্তু দ্রুতই সেই সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ নিজেকে মোহনবাগানের একজন সমর্থক বলেন। মোহনবাগানে খেলেছেন, সম্মানও পেয়েছেন। কিন্তু সৌরভ স্বার্থের সংঘাত এড়াতেই এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, সৌরভ নিজেই এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ আইপিএলের দল কেনার জেরেই মহারাজের এই পদক্ষেপ।
বিসিসিআইয়ের সভাপতি হওয়ার জন্য দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে তার আগে ক্রিকেটীয় যাবতীয় পরিকল্পনার দায়িত্ব ছিল সৌরভেরই কাঁধে। আরপিএসজি গ্রুপ যখন রাইজিং পুনে সুপারজায়ান্ট দলটি কিনেছিল আইপিএলে দুই বছরের জন্য, তখনও দল গঠন-সহ নানা বিষয়ে সৌরভের মতামতের গুরুত্ব ছিল। সৌরভ ভালোমতোই যুক্ত ছিলেন ওই দলের সঙ্গে। কিন্তু তখন তিনি বিসিসিআইয়ের কোনও পদে ছিলেন না। মেয়াদ শেষ হলেও এখনও সুপ্রিম কোর্ট চূড়ান্ত কোনও নির্দেশ না দেওয়ায় সৌরভ এখনও বিসিসিআই সভাপতি পদেই বহাল রয়েছে।
৭০৯০ কোটি টাকার সবচেয়ে বেশি দর দিয়ে গতকালই আইপিএলে দল কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। গ্রেটার নয়ডায় এই সংস্থার যেমন বিদ্যুতের ব্যবসা রয়েছে তেমনই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় স্পেনসারের বিভিন্ন আউটলেটও রয়েছে। আমেদাবাদ দলটি ৫৬২৫ কোটি টাকায় কিনেছে সিভিসি। লখনউয়ের দর বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের শহরের চেয়েও বেশি উঠেছে। অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত স্টেডিয়াম হবে লখনউয়ের দলের হোম গ্রাউন্ড। শক্তিশালী দল গঠনই লক্ষ্য গোয়েঙ্কার। আরপিএসজি দুই বছর আইপিএল খেললেও একবার ফাইনালেও উঠেছিল। এবারও গোয়েঙ্কা তাই ভালো দলই গড়তে চান। কিন্তু তিনি আইপিএলের আসরে ফিরতেই সৌরভকে ছাড়তে হচ্ছে এটিকে মোহনবাগান। মালিকানা ছাড়ার ব্যাপারে অবশ্য বিসিসিআই সভাপতি এখনও কিছু জানাননি।