• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সমকামী দম্পতির করবা চৌথ! বিজেপির কোপে 'ডাবর', বিজ্ঞাপন সরাল কোম্পানি

Google Oneindia Bengali News

করবা চৌথের বিজ্ঞাপনে সমকামী দম্পতিকে দেখিয়েছিল জনপ্রিয় সংস্থা ডাবর। তাই নিয়ে হইচই কাণ্ড। কেন করবা চৌথের মত একটা পবিত্র মাঙ্গলিক অনুষ্ঠানকে এভাবে সমকামী প্রেম, সমকামী সম্পর্ক দেখিয়ে কলুসিত করা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছিল বিজেপি। মধ্য প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষের করার হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য এই নরোত্তম মিশ্রই বাংলায় প্রজারে এসে লাভ জিহাদ বিরোধী আইন কার্যকর করার কথা বলেছিেলন। তিনি বলেছিেলন বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই লাভ জিহাদ বিরোধী আইন কার্যকর করবে।

বিজ্ঞাপন সরাল ডাবর
Photo Credit:

ডাবর করবা চৌথের বিজ্ঞাপনে একটু অন্যরকম ভাবনা নিয়ে এসেছিল। তাতে দেখানো হয়েছিল দুই নারী তাঁদের প্রথম করবা চৌথেক জন্য সাজ সজ্জা করছেন। প্রথমে সকলেই হয়তো বিজ্ঞাপনটি দেখে ভাববেন তাঁরা নিজেদের স্বামীর জন্য করবা চৌথের ব্রত পালন করছেন। সকাল থেকেই তাঁরা সাজসজ্জা করছিলেন। তাঁরা মুখে ফেস প্যাক লাগিয়ে করবা চৌথ ব্রত পালনের একাধিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সাধারণত বিবাহিত মহিলারা যা নিয়ে আলোচনা করে থাকেন করবা চৌথের বিষয়ে তাই নিয়ে আলোচনা করছিলেন। বিজ্ঞাপনের শেষে দেখানো হয় দুই নারী আসলে ছিলেন সমকামী। তাঁরা সমকামী দম্পতি এবং একে অপরের জন্য করবা চৌথ ব্রত করছিলেন। চাঁদ দেখার পর তাঁরা একে অপরের মুখ দেখেন। সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় যাতে বলে শোরগোল ফেলে দিয়েছিল।

বিজ্ঞাপনটি দেখার পরেই যাকে বলে রেগে আগুন হয়ে গিয়েছিলেন বিজেপির মন্ত্রী নরোত্তম দাস। সাংবাদিক বৈঠক করে ডাবরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত এক প্রকার ভয় পেয়েই ক্ষমা প্রার্থনা করে করবা চৌথের সেই বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয় ডাবর। সেই সঙ্গে তাঁরা জানিয়েছে করবা চৌথের এই বিজ্ঞাপনের জন্য কারোর ভাবাবেগে আঘাদ লাগলে তাঁরা দুঃখিত। সব সোশ্যাল মিডিয়ায় ডাবরের পক্ষ থেকে এই ক্ষমা প্রার্থনা করা হয়েছে। বিজেপি মন্ত্রী নরোত্তম দাস বিজ্ঞাপনের বিরোধিতা করে বলেছিলেন এখন দেখাচ্ছে দুই সমকামী মহিলা তাঁদের জন্য করবা চৌথ করছেন এবার দেখাবেন দুই সমকামী পুরুষ বিবাহ করছে। এটা ভারতের মত দেশে কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছিলেন নরোত্তম দাস।

দক্ষিণ ২৪ পরগনা : খুলবে স্কুল! স্কুলে চলছে স্যানিটাইজের কাজ

কয়েকদিন আগে ফ্যাব ইন্ডিয়ার একটি বিজ্ঞাপন নিয়েও প্রবল সমালোচনা হয়েছিল। তাতে উর্দু ভাষায় দীপাবলীর শুভেচ্ছা লেখা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। চাপে পড়ে শেষ পর্যন্ত দীপাবলির সেই বিজ্ঞাপন সরিয়ে নিতে বাধ্য হয় ফ্যাব ইন্ডিয়া।

English summary
Dabur Withdraw same sex advertisement of Karwa Chauth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X