মেহবুবা মুফতির ডিএনএ-তে সমস্যা রয়েছে, বললেন হরিয়ানার বিজেপি মন্ত্রী
সম্প্রতি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। আর তারপর থেকেই নানা বিতর্ক তৈরি হয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে৷ এই বিতর্কে ইন্ধন জুগিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ সম্প্রতি একটি টুইটে তিনি লিখেছেন কাশ্মীরীরা পাকিস্তানের জয় উদযাপন করলে তা কোনও দোষের নয়৷ এরপরই মেহবুবাকে লক্ষ্য করে তিযর্ক মন্তব্য করেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী।

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ সম্প্রতি সংবাদমাধ্যমে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে কটাক্ষ করে বলেন, ওঁর ডিএনএ-তেই কোনও সমস্যা রয়েছে৷ তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনকারীদের সমালোচনার বিরুদ্ধে টুইটারে কথা বলেছেন।
এবারের ভারত-পাক ম্যাচের ফলাফল, বরাবরের মতো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। একদিকে ভারতের ক্রিকেট সমর্থকদের ক্ষোভ এবং অন্য দিকে পাকিস্তান সমর্থকদের উৎসাহে জয় উদযাপন। এমনকি ভারতের পরাজয়ের পর দেশের মধ্যেই কিছু মানুষ বাজি ফাটাতে শুরু করে। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে কিছু খলিস্তানপন্থী ছাত্র এবং কাশ্মীরের মুসলিম ছাত্রের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারত হারার সঙ্গে সঙ্গে তারা উউসাহ ভরে নাচ করে নারায়ে তকবির স্লোগান দিয়ে পাকিস্তানের জয় উদযাপন করছে৷ এরপর সেখানেই উত্তরপ্রদেশ ও বিহারের ছাত্ররা মিলে তাদের উপর চড়াও হয়, যে বিষয়টিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে৷
এরপরই একটি টুইটে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি বলেছেন, এত ক্ষোভ দেখানোর দরকার নেই। পাকিস্তানের জয় উদযাপনের জন্য কাশ্মীরিদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? এমনকি অনেকে স্লোগান দিচ্ছে- দেশ কে গদ্দারো কো গলি মারো/দেশদ্রোহীদের গুলি করার আহ্বান। জম্মু ও কাশ্মীরকে টুকরো টুকরো করে বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়ার সময় মিষ্টি বিতরণ করে কতজন উদযাপন করেছিল তা কেউ ভুলে যায়নি,
আরও একটি টুইটে মুফতি লেখেন, আসুন বিরোধী মতকেও জায়গা দেওয়া শিখি। করতে বিরাট কোহলির মতো সঠিক মনোভাবের সঙ্গে খেলার হার-জিতকে নেওয়া উচিৎ৷ বিরাটই প্রথম ব্যাক্তি যিনি প্রথম পাকিস্তানি ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছিলে জয়ের জন্য।
বিজেপিতে রদবদলের সম্ভাবনা ছটপুজোর পরে! বাংলার দায়িত্ব থেকে সরানো হতে পারে দুই পর্যবেক্ষককে
মুফতির এই দুটি টুইটেরই প্রতিক্রিয়ায় হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বলেন, মুফতির ডিএনএ 'ক্রুটিপূর্ণ'। মেহবুবা মুফতির ডিএনএ-তেই সমস্যা রয়েছে, তাঁকে প্রমাণ করতে হবে যে তিনি কতটা ভারতীয়।' ভিজকে সংবাদমাধ্যমে আরও বলেছেন যে যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয় উদযাপন করছে তাদের ডিএনএ ভারতীয় হতে পারে না। এবং দেশবাসীকে নিজের দেশে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন ভিজ।