করোনার আরও এক স্রোতের আশঙ্কায় স্থানীয় লকডাউনের পথে হাঁটা শুরু করল এশিয়ার এই দেশ
আরও এক কোভিড স্রোতের আশঙ্কায় কাঁপছে চিন। মূলত যে দেশ থেকে প্রথমবার করোনা ভাইরাসের হানার খবর শোনা গিয়েছে, সেই চিনকে ঘিরেই এবার নতুন করে আশঙ্কার সঞ্চার হতে শুরু করেছে। করোনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভ্যাকসিনেশনের পথে গিয়েও ফের একবার নতুন করে করোনা স্রোত আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে চিনের এজিন কাউন্টি। সেই কাউন্টিতে এবার লকডাউনের ঘোষণা করল চিন।

কী ঘটেছে এজিনে?
চিনের এজিন কাউন্টিতে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে। সেখানে হু হু করে বেড়ে যাচ্ছে করোনার আক্রান্তের সংখ্যা। আর সেই জায়গা থেকেই আতঙ্কে রয়েছে চিন। মঙ্গোলিয়া এলাকার এই এজিন কাউন্টিতে প্রশাসনকে লকডাউনের ঘোষণা করার নির্দেশ দিয়েছে বেজিং।

কোন কড়া নির্দেশে চলছে লকডাউন?
এজিন কাউন্টি প্রশাসনকে চিনের নেতৃত্ব সাফ জানিয়েছে, লকডাউনের কঠিন বিধি ভেঙে যাঁরাই ঘোরফেরা করবেন তাঁদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়ে যাবে। ফলে লকডাউন মেনে চলে তবেই করোনা রোধে প্রশাসনের হাত শক্ত করার বার্তা দিয়েছে চিনের কেন্দ্রীয় প্রশাসন। এদিন বল্ুমবার্গের তরফে একটি খবরে এমনই তথ্য দেওয়া হয়েছে।

নজরে এক দম্পতি
জানা গিয়েছে সদ্য সারা দেশ সফর করার পর চিনে এক দম্পতি করোনা পজিটিভ হয়েছেন। আর তাঁদের দিকে অনেকেই দেশ জোড়া কোভিড ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে আঙুল তুলছেন। চিনের সরকরের জিরো কোভিড পলিসি নিয়েও প্রশ্ন উঠছে। চিন শুক্রবার ৩২ জনের দেহে নতুন করে করোনা সংক্রমমের খবর মিলেছে। এই আক্রান্তদের মধ্যে রয়েছেন বেজিংয়ের ৪ জন। উল্লেখ্য, বেজিং এ দেখা যাচ্ছে ইতিউতি নানান করোনার ঘটনা ঘটে যাচ্ছে। ফলে আতঙ্কের রেশ যেন কাটছে না এশিয়ার এই দেশ থেকে।

বাড়ানো হচ্ছে টেস্টিং
এদিকে নতুন করে করোনা ঘিরে আতঙ্কের জেরে চিনের বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে টেস্টিং। চিনের একাধিক জায়গায় শুরু হয়েছে টেস্টিং । চিনের যে সমস্ত এলাকা খুবই জনপ্রিয় সেখানে বাড়ানো হয়েছে টেস্টিং। এদিকে , একটি পর্যটক দলের সারা চিন ঘুরে বেড়ানো নিয়েও বেশ কিছুটা করোনা ছড়িয়ে পড়া সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছে। ফলে তাঁদের হোটেল থেকে যে বিমানে সফর করেছেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চেয়ে প্রশাসন পরিস্থিতি অনুধাবনে ব্য়স্ত।