বিরাটের চেয়ে বাবরকে এগিয়ে রাখলেন ইনজামাম! কাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে কেন তাকিয়ে ভারত?
টি ২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে এখন অনেকটাই চাপমুক্ত পাকিস্তান। তবে কাল শারজায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিও গুরুত্বপূর্ণ বাবর আজমদের কাছে। শুধু পাকিস্তানই নয়, ভারতও তাকিয়ে থাকবে এই ম্যাচের ফলাফলের দিকে। ভারতও অন্তত এই ম্যাচে পাকিস্তানের জয় চাইবে। কেন না, তাহলে ৩১ অক্টোবর নিউজিল্যান্ডকে হারালেই ভারতের শেষ চারে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

সুপার টুয়েলভের গ্রুপ ২-এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে আফগানিস্তান, স্কটল্যান্ড আর নামিবিয়া। যদি ধরে নেওয়া যায় প্রথম তিনটি দেশই শেষ তিনটি দেশকে হারাবে তাহলে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচগুলির ফলাফল কিংবা নেট রান রেট নির্ধারণ করে দেবে কোন দুই দল সেমিফাইনালে যাবে। নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচে দুটিতেই হেরেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। তবে কেন উইলিয়ামসনের দলকে ডার্ক হর্স বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতকে যেভাবে পাকিস্তান হারিয়েছে তাতে বাবর আজমরাই এগিয়ে থেকে শুরু করবেন। এই ম্যাচ সম্মানের লড়াইও। একদিনের সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সফর বাতিল করে সে দেশ ছেড়েছিল নিউজিল্যান্ড। পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেও বরফ গলাতে পারেননি। সেই ঘটনার জ্বালা মেটাতেও বদ্ধপরিকর থাকবে পাকিস্তান। ভারতকে হারানোর পর কিউয়িদের হারাতে পারলে পাকিস্তান কার্যত সেমিফাইনালে উঠেই যাবে, যদি না দুর্বল দেশগুলি কোনও অঘটন ঘটায়। আর এই ম্যাচ হারলে ভারতের বিরুদ্ধে ম্যাচেও চাপে থাকবে নিউজিল্যান্ড।

পাকিস্তান ম্যাচের সাতদিন পর ভারত দুবাইয়েই খেলবে কিউয়িদের বিরুদ্ধে। দল গুছিয়ে নিয়ে পর্যাপ্ত সময় হাতে। তবে ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রাখতে হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। হার্দিক পাণ্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়া নিশ্চিত। শার্দুল ঠাকুর প্রথম একাদশে আসবেন। ভুবনেশ্বর কুমারকে বসিয়ে সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে আনতেই পারে ভারত। এটাও দেখার, সূর্যকুমার যাদব দলে থাকেন, নাকি ঈশান কিষাণকেও সুযোগ দেওয়া হয়। ঋষভ পন্থের জায়গায় যদিও ঈশানকে খেলানোর পরিকল্পনা আপাতত নেই, তাছাড়়া ব্যাট হাতে গতকাল ভারতের দ্বিতীয় সর্বাধিক রানও করেছেন পন্থ।

শারজার উইকেট এমনিতে মন্থর হলেও গতকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উইকেট ভালো ছিল। হাই স্কোরিং ম্য়াচ হয়েছে। নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের উইনিং কম্বিনেশনে পরিবর্তন না করারই পরামর্শ দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। এমনকী তিনি বলেছেন, বাবর আজমের ব্যাটিং টেকনিক বিরাট কোহলির চেয়েও ভালো। আগামী দশ বছরে বাবর অনেক রেকর্ড ভাঙবেন। বাবর যে ভারতের বিরুদ্ধে ভালো খেলবেন তার ইঙ্গিত প্রস্তুতি ম্যাচেই মিলেছিল বলে দাবি ইনজির। তাঁর মতে, গতকাল ভারতকে হারিয়ে পাকিস্তান বুঝিয়ে দিয়েছে তারা কতটা বিপজ্জনক। বাবর আজমের নেতৃত্বের প্রশংসার পাশাপাশি শাদাব খানের শেষদিকে বোলিংয়ের প্রশংসা করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার মুস্তাক আহমেদ। বাবর আজমকে তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে মেনে নিয়ে প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন পাকিস্তানকে এবারের টি ২০ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বলে উল্লেখ করেছেন।