• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার প্রশ্ন, টিকার ২ ডোজের পরেও কেন আক্রান্ত মানুষ? পরিস্থিতি সামাল দিতে বেসরকারি আধিকারিক নিয়োগ-বিজ্ঞপ্তি

Google Oneindia Bengali News

রবিবার শিলিগুড়িতে পৌঁছে কেন্দ্রের ১০০ কোটি টিকাকরণের (vaccination) প্রচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর এদিন উত্তরকন্যায় হওয়া প্রশাসনিক বৈঠকে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

রাজ্যে পুজোর ভিড়ে বেড়েছে করোনা

রাজ্যে পুজোর ভিড়ে বেড়েছে করোনা

সবকিছুই কার্যত ঠিকঠাক চলছিল। রাজ্যে করোনার বিধিনিষেধে মান্যতা দিয়েছিলেন অনেকেই। হঠাৎই ৩০ সেপ্টেম্বর মুখ্যসচিব বিজ্ঞাপ্তি দিয়ে জানান, ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর থেকে রাতের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। তার আগেই অবশ্য বাজারে ভিড় বেড়েছে, কোভিড বিধি লাগু করতে সক্রিয় হতে দেখা যায়নি প্রশাসনকে। সরকারি বিজ্ঞপ্তি জারির পরেই দেখা যায় বিভিন্ন পুজো মণ্ডপে করোনা বিধি না মেনেই মানুষের ঢল। সেই সময়ই চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছিলেন সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে। আর পুজো মিটতেই শুরু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। যার বেশিরভাগটাই অবশ্য কলকাতা এবং আশপাশের এলাকায়। অনেকেই দ্বিতীয় টিকা নেওয়ার পরে আক্রান্ত হয়েছেন।

মুখ্যমন্ত্রীর প্রশ্ন

মুখ্যমন্ত্রীর প্রশ্ন

করোনার ভ্যাকসিন হিসেবে দেশে বহুল ব্যবহৃত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, কোনওটারই কার্যকারিতা ১০০ শতাংশ নয়। সেই কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, টিকা নিলেই করোনা হবে না, এর কোনও নিশ্চয়তা নেই। সেই কারণে টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরা এবং দূরত্ববিধি মেনে চলার ওপরে জোর দিয়েছিলেন তারা। এদিন শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও ২০ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন, কেনই বা প্রতিরোধ ক্ষমতা ছয়মাসের বেশি থাকছে না, তা তিনি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবেন।

 বেসরকারি পেশাদারদের কাজে লাগানোর সিদ্ধান্ত

বেসরকারি পেশাদারদের কাজে লাগানোর সিদ্ধান্ত

রাজ্যের সচিবালয়ে আমলার সংখ্যা কম। অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। সেই পরিস্থিতিতে কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী এদিন সচিবালয়ে বেসরকারি পেশাদারদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছেন মুখ্যসচিবকে। নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের পরেই তা করা হবে বলে জানা গিয়েছে। একাধিক দফতরে এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে বেসরকারি পেশাদাররা দফতরের সচিবদের অধীনেই কাজ করবেন। বেসরকারি পেশাদারদের পাশাপাশি সরকারি অবসরপ্রাপ্তদেরও গুরুত্ব দেওয়া হবে।

কেন্দ্রের পথ অনুসরণ

কেন্দ্রের পথ অনুসরণ

এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পথ অনুসরণ করতে চলেছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রকে অবসরপ্রাপ্তদের কিংবা বেসরকারি সংস্থার পদস্থদের নিয়োগ করে থাকে। ফলে মুখ্যমন্ত্রীর এদিনে ঘোষণা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রীর ভাষায়, তাঁর অফিসার নেই, অফিসার লাগবে। তাই অবসরপ্রাপ্ত কিংবা কর্পোরেট সংস্থার অভিজ্ঞদের নিয়োগ করবেন তারা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
After targeting centre's propaganda of 100 crore vaccination Mamata Banerjee questions to centre why there is infection after second dose of Vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X