• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোটা জটেই আটকে ভর্তি প্রক্রিয়া, NEET-র কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

  • |
Google Oneindia Bengali News

টানাপোড়েন চলছিলই। অবশেষে চলতি বছরে NEET MDS কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, NEET-MDS এ আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি বা EWS এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC সংরক্ষণ নিয়ে একাধিক জল্পনা শোনা যাচ্ছিল। এমনকী এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া সম্ভব হয়নি। এমতাবস্থায় সুপ্রিম কোর্ট স্পটতই জানিয়েছে 'অল ইন্ডিয়া কোটায় EWS-OBC রিজার্ভেশনের বৈধতা সম্পর্কিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া অবধি NEET MDS- এর জন্য কাউন্সেলিং শুরু করা যাবে না।'

কী বলছে সুপ্রিম কোর্ট

কী বলছে সুপ্রিম কোর্ট

এই ক্ষেত্রে মনে রাখা ভালো, NEET MDS 2021 অল ইন্ডিয়া কোটার আসনে অর্থনৈতিক দুর্বল শ্রেণি (EWS) এবং অন্যান্য পশ্চাদপদ শ্রেণীর (OBC) রিজার্ভেশন বাস্তবায়নকে চ্যালেঞ্জ করে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। এমনকী ওই পিটিশনেই দাবি করা হয়েছিল NEET MDS অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ে EWS এবং OBC রিজার্ভেশন রাখা উছিত নয়। এমনকী এই কোটাভিত্তিক সিস্টেম ছাড়াই কাউন্সিলিং প্রক্রিয়া পরিচালিত হওয়া উচিত। এই বিষয় নিয়েই তীব্র জল্পনা চলছিল বিগত কয়েকদিন ধরে।

কোথায় মূল সমস্যা

কোথায় মূল সমস্যা

এদিকে ২৫ অক্টোবর থেকেই শুরু হওয়ার কথা ছিল এই কাউন্সিলিং। যদিও এই বিষয়ে, বর্ষীয়ান আইনজীবী অরবিন্দ পি দত্ত, বিচারপতি ডিওয়াই চন্দ্রচুদের স্পষ্ট বক্তব্য যখন রিজার্ভেশনের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতকেই বিষয়টিতে হস্তক্ষেপ করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত বিষয়টি স্থগিতই থাকবে। এদিকে কেন্দ্রীয় সরকার NEET এর মাধ্যমে পরিচালিত মেডিকেল কলেজে ভর্তিতে EWS এবং OBC কোটা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাতেই বেঁধেছে গোল।

কী বলা হয়েছিল নয়া নির্দেশিকায়

কী বলা হয়েছিল নয়া নির্দেশিকায়

এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে এই কোটা পদ্ধতি চালু থাকলে ওবিসি শ্রেণি ২৭ শতাংশ এবং EWS আওতাভুক্তরা ১০ শতাংশ আসন সংরক্ষণের সুবিধা পাবে। আর এই নতুন নোটিশেই আপত্তি তুলেছে একটা বড় অংশের শিক্ষার্থীরা।চাপে পড়েছে কেন্দ্র সরকারও। এমতাবস্থায় সুপ্রিম স্থগিতাদেশের পর নেটে ভর্তির জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


English summary
Supreme Court suspends NEET counselingSuSupreme Court suspends NEET counselingpreme Court suspends NEET counseling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X