প্রকাশ ঝা-এর ওয়েব সিরিজের সেটে হামলা, মুখে কালি! অভিযোগ অস্বীকার বজরং দলের
ভোপালে ফিল্ম নির্মাতা প্রকাশ ঝা-এর ওপরে হামলার অভিযোগ। ওয়েব সিরিজের শুটিং চলার সময় সেটে হামলা করে তাঁর মুখে কালি দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে (ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি সত্যতা যাচায় করেনি), তা থেকে দেখা যাচ্ছে বজবং দলের সদস্যরা সেটের ক্রুজের তাড়া করছে। তাদের একজনকে ধরে লোহার .রড দিয়ে ব্যাপক মারধরও করে। যদিও বজরং দলের তরফ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বজরং দলের হুঁশিয়ারি
দক্ষিণপন্থী বজরং দলের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রকাশ ঝা-এর ওয়েব সিরিজ আশ্রম, যেখানে ববি দেওয়াল অভিনয় করছেন, সেখানে হিন্দুত্বের ওপরে আঘাত হানা হয়েছে। এই ফিল্মের নাম পরিবর্তন না করা পর্যন্ত, তারা এর কাজ করতে দেবেন না। ফিল্ম নির্মাতা প্রকাশ ঝা এব্যাপারে এখনও কোনও অভিযোগ দায়ের না করলেন বজরং দলের স্থানীয় এক নেতা জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ ঝা ওয়েব সিরিজের নাম পরিবর্তনে রাজি হয়েছেন।

প্রকাশ ঝা মুর্দাবাদ, ববি দেওল মুর্দাবাদ
রবিবার একদল বজরং দলের সদস্য প্রকাশ ঝা মুর্দাবাদ, ববি দেওল মুর্দাবাদ এবং জয় শ্রী রাম ধ্বনি দিতে শহরের পুরনো জেল এলাকায় থাকা সেটে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় বজবং দল নেতা সুশীল সুহেলে বলেছেন, প্রকাশ ঝা ইতিমধ্যেই আশ্রম ১, আশ্রম ২ তৈরি করেছে। সেখানে এখন আশ্রম ৩ তৈরির কাজ চলছিল। প্রকাশ ঝা তার ওয়ের সিরিজে দেখিয়েছেন, আশ্রমে গুরু এক মহিলাকে নিগ্রহ করছেন। তাদের প্রশ্ন প্রকাশ ঝা কি চার্চ কিংবা মাদ্রাসার ওপরে এমন কোনও চলচ্চিত্র তৈরি করতে পারবেন। তিনি (প্রকাশ ঝা) নিজেকে কী ভেবেছেন, প্রশ্ন করেছেন ওই বজরং নেতা।

প্রকাশ ঝা-এর মুখে কালি
বজরং দলের তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে, প্রকাশ ঝাকে এই চলচ্চিত্র তৈরি করতে দেওয়া হবে না। তারা প্রকাশ ঝা-এর মুখে কালি মাখিয়েছেন বলেও দাবি করেছেন। তারা এই মুহূর্তে ববি দেওলকে খুঁজছেন। ববি দেওলের উচিত তাঁর ভাইয়ের (সানি দেওল) কাছ থেকে শিক্ষা নেওয়া। কেননা তিনি (সানি) অনেক দেশপ্রেমিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
একটি সর্বভারতীয় সংবদা মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশের তরফ ইরশাদ ওয়ালি বলেছেন, প্রকাশ ঝা কিংবা তাঁর দলের কোনও সদস্যই এব্যাপারে অভিযোগ দায়ের করেনি। তবে এর পিছনে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হবে। ওই আধিকারিক বলেছেন, দুষ্কৃতীরা গাড়ির ওপরে হামলা করে, পরিস্থিতি বিগড়ে দেওয়ার চেষ্টা করেছে। আশ্রমের ক্রু মেম্বারদের পুরো সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, এই ধরনের ঘটনা আর ঘটবে না।
এর আগে ২০১৭ সালে দক্ষিণপন্থী কারনি সেনা দীপিকা পাড়ুকোনের পদ্মাবতের সেটে হামলা করেছিল। পরিচালক সঞ্জয়লীলা বনসালি এবং অন্য ক্রু মেম্বারদের ওপরে হামলা করেছিল। ওই সংগঠনের দাবি অনুযায়ী চলচ্চিত্রের কিছু অংশে পরিবর্তন, এমন কী নাম পরিবর্তন করে পদ্মাবতীও করতে বাধ্য করা হয়েছিল।