Daily News Update: ১৫ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সব স্কুল, নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল
ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়। ৩ দিন আগে দিল্লি যান তিনি। সেখানেই তাঁর রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়েছে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গতকাল পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মেলে। বঙ্গভবনে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

প্রকাশ্যে অন্তর্কলহ
সামনেই জঙ্গিপুর ও ধুলিয়ান পুরসভার নির্বাচন। তার আগে মুর্শিদাবাদে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ। জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানকে তীব্র আক্রমণ করলেন বিধায়ক আমিরুল ইসলাম। অভিযোগ করলেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করেছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান

আফগানিস্তানে আটকে ১০০ ভারতীয়
এখনও তালিবান শাসিত আফগানিস্তানে আটকে ১০০ জন ভারতীয়। প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন। প্রসঙ্গত উল্লেখ্য তালিবানরা আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই সেখানকার ভারতীয়দের উড়িয়ে নিয়ে আসে মোদী সরকার। একাধিক ভারতীয়কে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল।

উত্তর প্রদেশে জিকা ভাইরাস
উত্তর প্রদেশে হানা দিল জিকা ভাইরাস। বায়ুসেনার এক অফিসারের শরীরে জিকা ভাইরাসের সন্ধান মিলেছে। তাঁর চিকিৎসা চলছে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। মূলক কেরলেই জিকা ভাইরােসর সন্ধান মিেলছিল।

হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী
এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগের আইসিইউতে ভর্তি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত পেলেন দাদাসাহেব ফালকে পুরস্কার। এই সর্বোচ্চ সম্মান পাওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। দর্শকরা না থাকলে তিনি কিছুই নয় বলে জানিয়েছিলেন তিনি।

নিট-পিজি কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
নিট-পিজি কাউন্সিলিংয়ে স্থগিতাদশ জারি করল সুপ্রিম কোর্ট। ওবিসি জটিলতা না কাটা পর্যন্ত স্থগিত থাকবে কাউন্সিলিং জানিয়েছে শীর্ষ আদালত।

১৫ নভেম্বর থেকে খুলছে স্কুল
১৫ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল। নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিবকে নির্দেশিকা কার্যকর করার কথা বলেছেন তিনি। করোনা সংক্রমণের কারণে গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান।