• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল দল কিনতে চান প্রাক্তন ওপেনার! নতুন দুটি দলের উঠতে পারে চোখধাঁধানো রেকর্ড দর

Google Oneindia Bengali News

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পরদিন, অর্থাৎ আগামীকাল ক্রিকেট মহল অপেক্ষায় আরও এক জমজমাট লড়াইয়ের। আইপিএলের নতুন দুই দলের জন্য বিডিং প্রসেস কাল থেকেই শুরু হচ্ছে। তবে এখনও পরিষ্কার নয় যে আগামীকালই নতুন দল দুটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে কিনা। কিন্তু বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, এই দুই দলের দর উঠতে পারে রেকর্ড পরিমাণ। যা নিঃসন্দেহে চোখধাঁধানোও।

আইপিএল দল কিনতে চান প্রাক্তন ওপেনার! দুই দলের রেকর্ড দর

জানা গিয়েছে, ২০০০ কোটি টাকার বেস প্রাইসে দুটি দল কেনার জন্য টেন্ডার ডকুমেন্ট তুলেছে ২২টি সংস্থা। সিরিয়াস বিডিংয়ে শেষ অবধি ৬টি সংস্থা থাকতে পারে বলে দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই। তিন ব্যক্তি বা সংস্থার কনসর্টিয়ামকেও দল কেনার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে বিসিসিআই। এরপরই জল্পনা ছড়ায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে নিয়ে। বোর্ডসূত্রে দীপিকা বা রণবীরের দল কেনার আগ্রহের কথা কেউ কনফার্ম না করলেও মনে করা হচ্ছে তাঁরা কোনও সংস্থার সঙ্গে আইপিএল দলে বিনিয়োগ করতে পারেন কিংবা নতুন দলের কোনও একটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন।

আইপিএল দল কিনতে চান প্রাক্তন ওপেনার! দুই দলের রেকর্ড দর

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, একেকটি দলের দর তিন থেকে সাড়ে তিন হাজার কোটির মতো হতে পারে। কিন্তু চমক এখানেই। যেভাবে দল কেনার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তাতে একেকটি দলের দর সাত থেকে দশ হাজার কোটি টাকা হলেও অবাক হওয়ার কিছু নেই। কোনও ব্যক্তি বা সংস্থা আইপিএলে দল কিনলে বার্ষিক টার্নওভার ৩ হাজার কোটি টাকা থাকা বাধ্যতামূলক। যে তিনজন মিলে কনসর্টিয়াম গড়বেন প্রত্যেকের আড়াই হাজার বার্ষিক টার্নওভার থাকাও বাধ্যতামূলক শর্ত হিসেবে রাখা হয়েছে। বোর্ডসূত্রে খবর, আমেদাবাদ দলটি কেনার জন্য ঝাঁপাচ্ছে গৌতম আদানির আদানি গ্রুপ। আইপিএল দল কিনতে আগ্রহী সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। এর আগে এই সংস্থা রাইজিং পুনে সুপারজায়ান্ট দলটি কিনেছিল এবং আইএসএলে তাদের এটিকে মোহনবাগান দলটির মালিকানা রয়েছে। তবে আরপিএসজি গ্রুপ একাই দল কিনবে, নাকি কোনও কনসর্টিয়ামের সঙ্গে থাকবে সে ব্যাপারটি নিশ্চিতভাবে জানা যায়নি।

আইপিএল দল কিনতে চান প্রাক্তন ওপেনার! দুই দলের রেকর্ড দর

আবরাম গ্লেজারের ল্যান্সার ক্যাপিটাল, যাদের কাছে রয়েছে বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা, তারাও বিড ডকুমেন্ট তুলেছে বলে খবর। দৌড়ে রয়েছে অরবিন্দ ফার্মা, টোরেন্ট গ্রুপও। দল কিনতে আগ্রহী নবীন জিন্দালও। ইন্দোর, গুয়াহাটি, কটক, ধরমশালা ও পুনের চেয়ে আইপিএলের নতুন দল পাওয়ার দৌড়ে এগিয়ে আমেদাবাদ ও লখনউ। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এক লক্ষের বেশি দর্শক বসে খেলা দেখতে পারেন। লখনউয়ের একনা স্টেডিয়ামে রয়েছে ৭০ হাজার দর্শকাসন। বোর্ডসূত্রে খবর প্রাক্তন ভারতীয় ওপেনার কোনও একটি দল কেনার জন্য গঠিত কনসর্টিয়ামে থাকতে পারেন। তিনি ইতিমধ্যেই সেই কনসর্টিয়ামে ৩০০ কোটি টাকা দিয়ে মাইনরিটি স্টেক নিতে প্রস্তুত। ব্যবসায়ী পরিবার থেকে আসা ওই ক্রিকেটার কোনও ক্রিকেট দলেই বিনিয়োগ করতে চান। কীভাবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চলে সে ব্য়াপারে তাঁর ভালোই ধারণা রয়েছে। যদিও ওই ক্রিকেটারের নাম এখনও প্রকাশ্যে আসেনি।

English summary
BCCI Expecting The Two New IPL Franchises To Go For Rs 7000 Crore To Rs 10,000 Crore Each. The Bidding Process Set To Begin On Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X