For Quick Alerts
For Daily Alerts
কাশ্মীরে ফের নাগরিক হত্যা! অপরিচিত বন্দুকবাজের হানায় ফের চাঞ্চল্য কাশ্মীরে
আরও একবার অশান্ত কাাশ্মীর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফরের মাঝেই এদিন উপত্যকার বিভিন্ন জায়গায় চলেছে গুলির লড়াই। এদিন সোপিয়ানের জেইনপোরার বাবাপোরা এলাকায় এক নিরস্ত্র নাগরিককে টার্গেট করে গুলি করা হয়েছে । ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছে উপত্যকায়। এই পরিস্থিতিতে গোটা কাশ্মীরের অবস্থা কোনদিকে যাচ্ছে তা নিয়ে বেশ উদ্বেগে রয়েছে দিল্লি। এরই মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে এই হত্যাকাণ্ড ফের প্রশ্ন তুলল কাশ্মীর নিয়ে।

English summary
One more civillian killed in kashmir, know the latest news on this.
Story first published: Sunday, October 24, 2021, 11:35 [IST]