টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের হাহাকার, বিজ্ঞাপনের রেকর্ড দর! ধোনির কাছে ছুটলেন কোহলি
২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের পর আর টি ২০ আন্তর্জাতিকে পরস্পরের মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। ফের আজ টি ২০ বিশ্বকাপেই আমনে-সামনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এর মাঝে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান, ভারত পাকিস্তানকে হারিয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপে। বিরাট কোহলি ও বাবর আজম টি ২০ বিশ্বকাপে এই প্রথম একে অপরের বিরুদ্ধে টস করতে যাবেন। বাবর ভারতের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটিও খেলতে চলেছেন এবং অধিনায়ক হিসেবেও।

স্বাভাবিকভাবেই ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। তবে অদ্ভূত লাগলেও বিষয়টি কার্যত নজিরবিহীন যে, দুই শিবিরেই ম্যাচের আগে শান্তি বিরাজ করছে, ফোকাস স্থির রাখতেই। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির মেন্টর হিসেবে উপস্থিতিই বদলে দিয়েছে ভারতীয় ড্রেসিংরুমের মেজাজ। টি ২০ বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থার তরফে প্রকাশ করা ভিডিওয় দেখা গিয়েছে, বিরাট কোহলি ব্যাটিং টিপস নিচ্ছেন ধোনির কাছ থেকে। এতদিন পর্যন্ত যতগুলি টি ২০ বিশ্বকাপ হয়েছে সব কটিতেই নেতৃত্ব দিয়েছেন ধোনি। আজ প্রথমবার দেশকে টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে ভারতের হয়ে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য ম্যাচ এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট নিজে চেনা ছন্দে ফিরতে মুখিয়ে রয়েছেন। আর সেই লক্ষ্যে এগিয়ে যেতে ব্যাটিংয়ের ভুল-ত্রুটি শুধরে নিতে ধোনিকে হাতের কাছে পেয়ে সেই সুযোগ হাতছাড়া করেননি ভারত অধিনায়ক। ধোনির টিপসে বিরাট কতটা লাভবান হলেন তা অবশ্য দেখা যাবে খেলা শুরু হলেই।
It's almost 𝐭𝐢𝐦𝐞 for India ⚔️ Pakistan and @imVkohli & @msdhoni are making their last-minute preps! 🤩
— Star Sports (@StarSportsIndia) October 24, 2021
Catch all the inside stories from Team India's camp before #INDvPAK only on #FollowTheBlues:
Today, 9 AM & 12 PM | Star Sports Network pic.twitter.com/IRyUMhdJBj
টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আজ নজির গড়তে চলেছে বিজ্ঞাপনের ক্ষেত্রেও। জানা গিয়েছে, শেষের দিকে সামান্য কয়েকটি স্লট রেকর্ড দামে বিক্রি হয়েছে। প্রতি ১০ সেকেন্ডের জন্য দর উঠেছে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। সম্প্রচারকারী সংস্থা ইতিমধ্যেই স্পনসর হিসেবে পেয়েছে ১৪টি সংস্থা। কো-প্রেজেন্টিং স্পনসরশিপের দর উঠেছে ৬০-৭০ কোটি টাকা। অ্যাসোসিয়েট স্পনসরশিপের দর উঠেছে ৩০ থেকে ৩৫ কোটি টাকা। কো প্রেজেন্টিং স্পনসরশিপের জন্য বরাদ্দ হয়েছে ম্যাচপিছু ১৫০ সেকেন্ড, অ্যাসোসিয়েট স্পনসরদের জন্য ৯০ সেকেন্ড ভারতীয় টেলিভিশনে কোনও স্পোর্টিং ইভেন্টের স্পট-রেট এত বেশি আগে কখনও হয়নি বলেই জানা যাচ্ছে। দুবাইয়ে টিকিটের হাহাকার। এরই মধ্যে ব্ল্যাক হচ্ছে প্রচুর টিকিট। যার দাম উঠছে টিকিটের মূল দামের চেয়ে ৪-৫ গুণ বেশি।
"You reap the rewards of hard work, and the game only responds to that" - @imVkohli 🔥
— Star Sports (@StarSportsIndia) October 24, 2021
Check out what's on Team India's minds before the big #INDvPAK clash at the ICC #T20WorldCup, only on #FollowTheBlues:
LIVE NOW | Star Sports Network#LiveTheGame pic.twitter.com/nOmzXdKL3d
২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের রেটিং ছিল ১৭.৩, স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও দূরদর্শনের মাধ্যমে ৮৩ মিলিয়ন মানুষ ওই ম্যাচ দেখেছিলেন। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপের ফাইনালের পর এত বেশি দর্শক কোনও টি ২০ আন্তর্জাতিক দেখেননি। এবার সেই সংখ্যা যে নিশ্চিতভাবে বাড়তে চলেছে তা বলাই যায়।