• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুবাইয়ের গ্যালারিতে অক্ষয়-প্রীতি! পন্থ কানেকশনে ভারত-পাকিস্তান ম্যাচে ভাইরাল ঊর্বশী

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের স্টেডিয়াম কানায়-কানায় পূর্ণ। ভিআইপি দর্শকাসনে তারকার মেলা। অক্ষয় কুমার, প্রীতি জিন্টাদের পাশাপাশি বিরাটদের খেলা দেখছেন শিখর ধাওয়ান। পাকিস্তান ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে রয়েছেন টেনিস সেনসেশন তথা শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তবে তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ঊর্বশী রাউতেলা।

পন্থ কানেকশনে ভারত-পাকিস্তান ম্যাচে ভাইরাল ঊর্বশী

(ছবি- ঊর্বশী রাউতেলার ইনস্টাগ্রাম)

বলিউডের এই নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গিয়েছে এমন দুই ক্রিকেটার রয়েছেন আজ ভারতীয় দলে। একজন হার্দিক পাণ্ডিয়া, অপরজন ঋষভ পন্থ। পন্থের সঙ্গে ২০১৮ সাল নাগাদ ঊর্বশীর সম্পর্কের কথা নিয়ে কম চর্চা হয়নি। পরে ঈশা নেগির সঙ্গে সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঘোষণা করেন পন্থ। এমনকী তার আগে রাউতেলাকে তিনি হোয়াটসঅ্যাপে ব্লক করেন বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। হার্দিকের সঙ্গেও কিছুদিনের জন্য ঊর্বশী সম্পর্কে ছিলেন বলে বলিউড সূত্রে জানা যায়। এমনকী হার্দিক একবার জানিয়েছিলেন, ঊর্বশী তাঁর কাছে পাকিস্তান ম্যাচের টিকিটও চেয়েছেন!

তবে আজ যে ঊর্বশী খেলা দেখতে যাবেন তা আগে থেকেই ঠিক ছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় টি ২০ বিশ্বকাপে আজকের ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিটের ছবি পোস্ট করেছিলেন। ভিআইপি স্যুইটে এদিন বসে খেলা দেখছেন ঊর্বশী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ে। তিনি ভারতীয় দলকেই সমর্থন করছেন। পন্থ চার-ছক্কা মারার সঙ্গে সঙ্গে পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে বিষয়টি অন্য মাত্রা পেল ঋষভ পন্থ বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলায়। মারমুখী পন্থের ব্যাটিংয়ে মজে ঊর্বশীর ঊচ্ছ্বাস তাই নজর এড়ায়নি নেটাগরিকদের।

সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় পন্থের সঙ্গে ঊর্বশীর সেই সম্পর্কের জল্পনার বিষয়টি। অনেকের এমন দাবি, ঊর্বশীই নাকি আজকের ম্যাচের পন্থের মোটিভেশন হিসেবে কাজ করেছেন। সে কারণেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারলেন পন্থ। পন্থ-ঊর্বশীকে নিয়ে চর্চা হলেও সম্ভবত হার্দিক এখন বিবাহিত বলে তাঁকে টেনে কোনও পোস্ট দেখা যায়নি এদিন। গ্যালারিতে দেখা গিয়েছে বলিউড তারকা অক্ষয় কুমারকে। প্রীতি জিন্টাও মাঠে বসে খেলা দেখছেন। এদিনের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। বিরাট কোহলির ৪৯ বলে ৫৭ ও ঋষভ পন্থের ৩০ বলে ৩৯ রানের দৌলতে ভারত সাত উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। পন্থ দুটি চার ও দুটি ছয় মারেন। কোহলি ও পন্থের জুটিতে ওঠে ৫৩ রান। শাহিন শাহ আফ্রিদি বিরাট কোহলি, লোকেশ রাহুল ও রোহিত শর্মার উইকেট নেন ৪ ওভারে ৩১ রান খরচ করে। হাসান আলির ঝুলিতে দুই উইকেট। জবাবে খেলতে নেমে ৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৪৬। পাওয়ারপ্লেতে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৩৬। পাকিস্তানের ছিল বিনা উইকেটে ৪৩ রান।

English summary
Urvashi Rautela Spotted While Cheering For Pant In Dubai. Akshay Kumar Also Watching Ind-Pak Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X