মেসিহীন প্রথম এল ক্ল্যাসিকোয় হার বার্সেলোনার, রিয়াল উঠে এল লিগ টেবিলের শীর্ষে
মেসিহীন প্রথম এল ক্ল্যাসিকো হারল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারলেন না মেসির বন্ধু আগুয়েরো। এল ক্ল্যাসিকো জিতে লা লিগার টেবিলে উপরের দিকে উঠতে ব্যর্থ হল বার্সেলোনা। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ ক্ল্যাসিকো জিতে উঠে এল লিগের শীর্ষে।

মেসিহীন বার্সেলোনায় ১০ নম্বর জার্সির অধিকারী হয়েছেন আনসু ফাতি। তিনি এল ক্ল্যাসিকোয় নায়ক হয়ে উঠতে পারলেন না। তাঁর পরিবর্ত হয়ে এদিন নেমেছিলেন আগুয়েরো। তিনি ব্যবধান কমিয়ে খানিক মুখরক্ষা করেন বার্সা সমর্থকদের। এদিন ৩২ মিনিটে ডেভিড আলবার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
অতিরিক্ত সময়ের খেলায় এদিন দু-দুটি গোল হয়। আগাগোড়া উত্তেজনাপূর্ণ ছিল রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এল ক্ল্যাসিকো। দুই দলের কাছে সম্মানের লড়াই তো ছিলই, তার থেকেও বড় ছিল লিগ টেবিলে উপরে ওঠা। রিয়াল মাদ্রিদ এই ম্যাচ পয়েন্ট তালিকায় সেভিয়া ও রিয়াল সোসিদাদের সঙ্গে ২০ পয়েন্টে পৌঁছল। তবে গোলের গড়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠে আসে এদিন।
আর অন্য ম্যাচে এদিন সেভিয়া বড় জয় পায় লেভান্তের বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে সেভিয়া ৫-৩ গোলে হারায় লেভান্তেকে। ভিলারিয়ালকে ২-১ গোলে অ্যাথলেটিক ক্লাব। আর একটি ম্যাচে এলসে ও এসপ্যানিওলের মধ্যে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। তবে মেসিহীন এল ক্ল্যাসিকোর জৌলুষ হারালেও এদিন ফুটবলপ্রেমীদের নজর ছিল সকলের।
বার্সেলোনা খারাপ সময় অব্যাহতই থাকল ক্ল্যাসিকোর হারে। এবারের লা লিগায় কোনও দলই একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেন। এতদিন দেখা গিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হল। কিন্তু ৯টি ম্যাচের পর স্পষ্ট এবার পিছনের দিকে থাকা দলগুলিও লড়াই দিচ্ছে। একসঙ্গে তিনটি দল একই পয়েন্ট নিয়ে লিগ তালিকার টপে রয়েছে।
আর বার্সেলোনা নটি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে। হেরেছে তিনটি ম্যাচ। ড্র করেছে দুটিতে। তাদের পয়েন্ট ১৫। অর্থাৎ টেবিল-টপে থাকা দুই রিয়াল ও সেভিয়ার থেকে মাত্র ৫ পয়েন্ট পিছনে রয়েছে বার্সা। রিয়াল মাদ্রিদ ৯টির মধ্যে ৬টিতে জিতেছে। হেরেছে দুটিতে, একটি ড্র। অ্যাটলেটিকো মাদ্রিদ ৮টি ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে। এদিন জিতলে তারাও ২০ পয়েন্টে পৌঁছে যাবে। তারা উঠে আসবে তিন নম্বরে।